

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে ফরিদপুরে এক বণ্যাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১.০০টায় ফরিদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুরের জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফডিএর পরিচালক আজহারুল ইসলাম, বোয়ালমারীর পৌর মেয়র মোঃ মোজাফ্ফর হোসেন মিয়া, ফরিদপুর মৎস্য চাষীলীগের সভাপতি এমএম মুছা, সফল মৎস্য চাষী পলাশ, মৎস্য উদ্যোক্তা আলেয়া বেগম প্রমূখ।