

বিনোদন ডেস্ক- জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলা শর্মা। তবে তিনি এই নামে জনপ্রিয় নন। বিয়ের কারণেই আসলে পাল্টেছে তার নাম। তিনি এখন এ নামেই পরিচিত। তবে নামের পরিবর্তন থাকলেও কন্ঠে কিন্তু তার পরিবর্তন নেই। এখনো আগের মতোই সুমধুর কন্ঠে দর্শকদের হৃদয় নাড়িয়ে যাচ্ছেন তিনি। একসময় তাকে সবাই জানতো শাকিলা জাফর নামে। তবে এখন তিনি পরিচিত শাকিলা শর্মা নামেই।
গেল বছর ডিসেম্বরে বিয়ে করেন তিনি। পাত্র ভারতীয় কবি ও ব্যাবসায়ী রবি শর্মা। রবি তড়িৎ প্রকৌশলী হলেও তিনি এখন করপোরেট জগতের মানুষ। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি। নিয়মিত কবিতা লেখেন। স্বামীকে ভালোবেসে নাম বদলাতেই পারেন তিনি। কিন্তু এ নিয়ে নারীবাদীদের খোঁচা নিশ্চয়ই সইতে হবে তাকে।