

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের এইচএসসির এর ১ম বর্ষের মানবিক শাখার ইব্রাহিম সরদার নামের এক ছাত্রের ডান হাতের একটি আঙ্গুল কেটে নিয়েছে কলেজের বহিরাগত দুর্বৃত্তরা।
ইব্রাহিমের বাসা মাদারীপুর পৌর সভার বটতলা। আহত ইব্রাহিমের বন্ধু জানান, আমরা বন্ধুরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। হটাৎ একদল ছেলেরা এসে আমাদের বন্ধু ইব্রাহিমকে ডেকে নিয়ে যায়। কিছু বুঝার আগেই একটি ছেলে ইব্রাহিমকে ছুরি দিয়ে আঘাত শুরু করে। ছুটির আঘাতে ইব্রাহিমের ডান হাতের একটি আঙ্গুলটি কেটে পড়ে যায় মাটিতে। আমরা দৌড়ে আসতেই ছেলেগুলো পালিয়ে যায়। পরে আমরা ইব্রাহিমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। ইব্রাহিম এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ঘটনাটি শুনে আমরা ঘটনাস্থালে পুলিশ পাঠাই। কলেজে বাড়তি নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।