

অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ২৯ হাজার ৫০০ টাকার জালনোট সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ব্রাক মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের শেখ আব্দুর সালাম (৪৫) ও দশনাকান্দা গ্রামের জাহিদুল হক (২৫)। এ ব্যাপারে ঝালকাঠি থানায় এস আই মিলন বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।