

বিনোদন ডেস্কঃ
প্রথমবারের মতো ‘ভালোবাসা আজকাল’ নামের ছবিতে পর্দায় এসেছিলেন ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ আলোচিত ছবি ছিল সেটি।
অল্প বিরতির পর এ দুই শীর্ষ তারকা আবারও নতুন ছবিতে কাজ করছেন। নাম ‘আমার প্রতিজ্ঞা’। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। তিনিই সবিস্তার করলেন ছবিটি নিয়ে।
পরিচালক বললেন, ‘বরাবরের মতোই বড় আয়োজনে কাজটি করতে চেয়েছি। তাই এবার শাকিব খানের সঙ্গে নিয়েছে অপর জনপ্রিয় তারকা মাহিকে। এছাড়া শাকিবের সঙ্গে এটি আমার ২৭তম ছবি।’
তিনি আরও বলেন, ‘ছবিটি নিয়ে শাকিব ও মাহি- দুজনের সঙ্গে কথা হয়েছে। নভেম্বরের দিকে শাকিব সিডিউলের কথা বলেছেন। আমরা সেভাবেই এগুচ্ছি।’
নভেম্বর থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে। ছবিটি মুুক্তি পাবে আগামী বছর।
এদিকে একই পরিচালকের ‘হারজিৎ’ ছবিতে চুক্তিবদ্ধ আছেন মাহি। ছবিটিতে তিনি ছোট পর্দায়র প্রশংসিত নায়ক সজলের বিপরীতে অভিনয় করছেন। এটির দৃশ্যধারণ শিগগিরই শুরু হবে।