

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম- ছয় বছর আগে জমির বিরোধে এক ব্যাংক কর্মকর্তাকে খুনের দায়ে প্রতিবেশী এক তরুণকে মৃত্যুদণ্ড এবং তার মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।সোমবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ছেলেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মা শামসুন নাহার ও ছেলে হুমায়ুন কবির।
আদালতে সরকারি কৌঁসুলি সমীর দাশ গুপ্ত বলেন, ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত মা ও ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।
২০১০ সালের ৬ জুন চন্দনাইশ সদরে পূর্বশত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরীকে পিটিয়ে ও কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে তানভীর ইবনে মনির একটি হত্যা মামলা করেন।
নিহত ব্যাংক কর্মকর্তা নগরের আগ্রাবাদ শাখায় রুপালী ব্যাংকে কর্মরত ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি গ্রামের বাড়িতে নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন। সেখানে প্রতিবেশী মা ও ছেলের হাতে খুন হন তিনি।