

মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শামসুদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে বিশ্ববিদ্যালয়ের বহিঃস্থ ক্যাম্পাসের নবগঠিত বঙ্গবন্ধু কর্মকর্তা কর্মচারী পরিষদ।
আজ ২৪ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের বরিশালস্থ এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ পরিদর্শনে আসলে নবগঠিত কমিটির সদস্যরা ফুল দিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ নাজমুল কবীর, সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান, সহ-সভাপতি মোঃ আহাদ আমিন খান, জিনাত ফাতিমা মিতুল, যুগ্ম সাধারন সম্পাদক মো আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল কবির সহ কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শামসুদ্দীন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানান।