

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহ গতকাল রাত থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব-১২ সদস্যরা। অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন র্যাব সদস্যরা।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে (আনুমানিক ২টা) শাহজাদপুর পৌর সদরের শেরখালী উকিল পাড়ায় অভিযান চালায় র্যাব ১২। এসময় রাতে জঙ্গি ও র্যাবের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। ভোরে মাইকে র্যাব এলাকাবাসীকে নিজ নিজ ঘরে অবস্থান করার নির্দেশনা দেয়।
এলাকাবাসী জানিয়েছেন একটি ভারা বাড়িতে একটি পরিবার ভারা থাকতো, পরিবারে একটি শিশুও রয়েছে। গোলাগুলির ঘটনায় ১ জন নারী জঙ্গির মৃত্যুর সম্ভাবনার কথা জানিয়েছে তারা ।
র্যাব সদস্যরা ২ পক্ষের মধ্যে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন, এছাড়া তারা কোনো তথ্য জানায়নি। র্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে জঙ্গি বিরোধী অভিযান এখনও চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে।