

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি- দিনাজপুরের হিলি সীমান্তে জয়পুরহাট ২০ বিজিবির অধিনে আটাপাড়া, বাসুদেবপুর, হিলিসিপি বিওপি এবং ডাংগাপাড়া বিশেষ ক্যাম্পের মাদক বিরোধী পৃথক অভিযানে ভারতীয় অফিসার্স চয়েস মদ-৪৮ বোতল, সিপ্রোহেপ্রাডিল ট্যাবলেট-৫ হাজার পিস, ডেকুলান ট্যাবলেট- ২ হাজার পিস, ফেনসিডিল-৪০৭ বোতল এবং ডেক্সন ট্যাবলেট (গরু মোটাতাজাকরন) ২ হাজার ৯৫০ পিসসহ একজনকে আটক করেছে বিজিবির সদস্যরা।
আজ শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় আমদানি নিশিদ্ধ মালামালগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবির অধিনায় লেঃ কর্নেল ফেরদৌস হাসান টিটো।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায় লেঃ কর্নেল ফোরদৌস হাসান টিটো জানান, আমরা (বিজিবি) সীমান্তে সব সময় কঠোরভাবে নজর রাখছি। চোরাকারবারীরা যেন ভারত থেকে অবৈথভাবে অবৈধ কোন কিছু পাচার না করতে পারে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এই অভিযান অব্যাহত থাকবে।