

মেহেদী হাসান সোহাগ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর- মাদারীপুরের রাজৈরের শাহেদ বেগ (৪০) হত্যা মামলায় দুইজন পলাতক আসামির মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন একটি আদালত।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- রাজৈর উপজেলার হরিদাসদী- মহেন্দ্রদী ইউনিয়নের ইউসুফ আলী মুন্সীর ছেলে সেলিম মুন্সী ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে পাভেল শিকদার। দুই আসামি পলাতক রয়েছেন বলে জানান পিপি সিদ্দিকুর রহমান সিং।
মামলার নথি সূত্রে জানা গেছে, নিহত শাহেদ বেগ ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে লিবিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার সময় রাজৈর উপজেলার বাটিয়ারকান্দা গ্রামের খালের মধ্যে নিহত সাহেদের লাশ পাওয়া যায়।
পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকার পর আজ আদালত দুই আসামীর মৃত্যুদণ্ডের আদেশ, সাথে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।