

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নকল আমের জুস কারখানার সন্ধান এবং ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শিশুখাদ্য তৈরির অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া একটি বহুতল ভবনের দ্বিতীয়তলায় ”ইশরাত ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস” নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। নকল জুস উৎপাদনের জন্য কারখানার মালিক সিদ্দিকুর রহমান (৩৮) কে ৭০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার, সালমা খাতুন এই অভিযান পরিচালনা করেন। এ সময় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান, তোফায়েল আহাম্মেদ বাচ্চু সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।