

সময়ের কন্ঠস্বর ডেস্ক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। বুধবার রাত পৌনে ৯টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
মুহিবুল্লাহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলিতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি নাইমুল হক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ওয়েস্টে তার বাসার সামনে প্রতিদিনের অফিস করছিলেন। ওই সময় হঠাৎ একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
পরে অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান নাইমুল হক।