

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
মনোরঞ্জন হাজংয়ের চিকিৎসার জন্য আট লাখ ৪২ হাজার ২০০ টাকার অনুদান তার মেয়ে সার্জেন্ট মহুয়ার হাতে তুলে দেন ডিএমপি কমিশনার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা ডিএমপির সদরদপ্তরে আর্থিক অনুদান দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।
উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যানবাড়ী এলাকায় গত ২ ডিসেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং। বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং বর্তমানে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত আছেন।