

সময়ের কণ্ঠস্বর, ডেস্ক: কবি গীতিকার আজিজুর রহমান আজিজ প্রণীত ‘উদাসী হাওয়ার কাব্য’ ও ‘ভালোবাসলেই যদি পাপ হয়’ নামের দু’টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে অমর একুশের বইমেলায়।
আজ বুধবার (৯ মার্চ) বাংলা একাডেমি বইমেলায় এই দু’টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
‘উদাসী হাওয়ার কাব্য’ গ্রন্থটি জাগতিক প্রকাশন এবং ‘ভালোবাসলেই যদি পাপ হয়’ কাব্যগ্রন্থটি নক্ষত্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়।
গ্রন্থদু’টি পাঠকপ্রিয় হবে উল্লেখ করে কবি আজিজুর রহমান আজিজ জানিয়েছেন, বিষয় বৈচিত্র্য সুন্দর, ভাব ভাষা প্রাঞ্জল এবং মরমি দার্শনিক প্রত্যয় কাব্যগ্রন্থ দু’টিকে অসাধারণ করেছে।