

মামুন রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ত্রিশালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত তামিম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের সাইদুল শাহের ছেলে।
ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শেরপুরগামী বৈশাখী তানজিম পরিবহন উপজেলার নুরুর দোকান নামক স্থানে চাকা ব্রাস্ট হয়ে যায়। এতে ঐ বাসের জানালা দিয়ে একটি শিশু ছিটকে পড়ে যায়। শিশুটির শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী বৈশাখী তানজিম পরিবহনের পিছনের চাকা ব্রাষ্ট হয়ে যায়। চাকার উপরের সিটে বসে থাকা ১০ বছরের শিশুটি জানালা দিয়ে ছিটকে পড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়।