

সময়ের কণ্ঠস্বর, নাটোর: নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীর বাড়ির গোয়ালঘর থেকে ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ মে) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির উপজেলার চৌমহন গ্রামে অভিযান চালিয়ে এই তেল জব্দ করেন।
এ সময় জব্দকৃত তেল ন্যায্যমূল্যে সাধারণ জনগণের মাঝে বিক্রয় করা হয়। এ ছাড়া অভিযুক্তকে তেল মজুতের দায়ে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়।
জানাযায়, উপজেলার জোনাইল বাজারে থানা পুলিশের সহায়তায় মেসার্স শাহানা ট্রেডার্সে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় তিনি খবর পান শাহানা ট্রেডার্সের মালিক সিরাজুলের বাড়িতে সয়াবিন মজুদ আছে। পরে তার গ্রামের বাড়ি চৌমুহানে অভিযান চালালে গোয়ালঘরে মজুদ ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।