

আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মৃত লোবান প্রামাণিক (৬৫) উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান বাওনজানপাড়া গ্রামের মৃত মনতাজ প্রামাণিকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ জানান, লোবনান প্রামানিক তার পালনকৃত কয়েকটি ভেড়া চড়ানোর জন্য দিলপাশার রেল স্টেশনের পশ্চিম পাশে যান।
ঘটনার সময় তিনি ঈশ্বরদী-ঢাকা রেলপথের দিলপাশার রেল স্টেশনের পশ্চিম পাশে রেললাইনের ওপর বসেছিলেন। এমন সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।