

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
জানা যায়, নিহতরা হলেন উপজেলার কাজিপুরা গ্রামের আব্দুল মান্নান (৭২) ও তাঁর নাতি জুনায়েদ আহমেদ (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাদা-নাতি দুজন জামতৈল রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা নীলসাগর ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।
সিরাজগঞ্জ জি আর পি থানার উপপরিদর্শক (এস আই) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।