

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পল্লী কবি জসীমউদ্দিনের গল্প এবং আনিসুর রহমানের নাট্যরূপ ও নির্দেশনায় ফরিদপুরে মঞ্চস্থ হয়েছে নাটক “নাপিত ব্রাহ্মণ”।
শুক্রবার (২০ মে) দিনগত রাতে ফরিদপুরের জসীম পল্লী মেলায় বাংলা থিয়েটারের আয়োজনে এ নাটক মঞ্চস্থ হয়
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, অনুপ ঘোষ নীরব, আনিসুর রহমান, তাহসান ইসলাম, তন্ময় সরকার, সূপর্ণা মোহন্ত, উর্মী কুন্ডু, আফজাল, দিবা, আমির প্রমূখ।
এছাড়া আবহ সঙ্গীত পরিচাননা করেছেন নাফিস ইসলাম। রুপসজ্জায় ছিলেন, কাবেরী আক্তার এবং সঞ্জয় ঘোষ। এসময় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।