

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “নির্বাচনে ভোটারদের না আসার প্রবণতা রয়েছে, তাই আস্থার সংকট ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন”, সিরাজগঞ্জের শাহজাদপুরে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনে এসে বললেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
সিরাজগঞ্জের শাহজাদপুরে ২১শে মে (শনিবার) সকালে উপজেলার পোরজনা এম,এন উচ্চবিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শন করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা শুলতানা।
স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে ভোটারদের না আসার প্রবণতা রয়েছে, তাই আস্থার সংকট ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন, আমরা আস্থা অর্জন করতে আশাবাদী। তিনি আরও বলেন, আগামীতে সকল দলের সাথে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করছে নির্বাচন কমিশন। এটা শুধু নির্বাচন কমিশনারের দায়িত্বই নয় প্রার্থীদেরও দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম, শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু, পোরজনা এম,এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেস আলী, শিক্ষক আব্দুস সবুর প্রমুখ।
উল্লেখ্য, পোরজনা ইউনিয়নে প্রায় ৪০ হাজার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরনের অংশ হিসেবে এ দিন আনুমানিক প্রায় ৪ হাজার স্মার্ট কার্ড ভোটারদের হাতে তুলে দেওয়া হয়। স্মার্ট কার্ড হাতে পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন। তবে অনেকেই স্মার্ট কার্ড পেতে কিছু অভিযোগ তুলে ধরে বলেন, সকাল থেকে আমরা দুপুর পর্যন্ত স্মার্ট কার্ড নিতে এসে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় আমাদের স্মার্ট কার্ড নিতে বেগ পেতে হচ্ছে।
তবে কর্তৃপক্ষরা জানান, লাইনে দাঁড়িয়ে থাকলে সিরিয়াল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই সবাইকেই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।