

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সালথা উপজেলায় হত্যা, সংঘর্ষ ও পুলিশের কাজে বাঁধা প্রদানসহ ৫ মামলায় ৫০ জন আসামিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোর্ট পুলিশের এএসআই শ্যামল কুমার বলেন, ফরিদপুরের সালথা উপজেলায় বিভিন্ন সময়ে সংঘটিত কাইজা (সংঘর্ষ), হত্যা ও পুলিশের কাজে বাঁধা দেওয়াসহ ৫টি মামলায় আদালতে হাজির দেখিয়ে ৫০ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।