

কবিতাটি লিখেছেন- মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন
আশায় আশায় কাটছে বেলা
সবর করে আছি ,
এই বুঝি ডাক এসে যাবে
পরম সুখে বাঁচি।
এই বাঁচাতো সেরা বাঁচা
আল্লাহ পাকের সনে ,
লা শারিকের দল জেগেছে
খুশির ঝিলিক মনে ।
যাবো আমি কাবা শরীফ
“হজরে আসওয়াত “চুমুতে,
লাব্বায়েকের মধুর ধ্বনি
দিবা-নিশি ঘুমুতে।
মিনা -আরাফাত মুযদালিফায়
লাখো প্রাণের মেলা,
কী অপরূপ শীতল হাওয়া
ঈমান আমল খেলা।
রাসূল (সাঃ ) আছেন মদিনাতে
সালাম হাজার সালাম,
দুরুদ জানাই বিশ্ববাসীর
পড়ি কোরান কালাম ।