

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২০জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার মির্জাপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, ট্রেন চালক ফিরুজ শাহ্ সুলতান ও মোহাম্মদ জিয়াউল হক।
জানা গেছে, তেলবাহী ট্রেন ২৪ টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলো। পথিমধ্যে মির্জাপুর এলাকায় ট্রেনটি পৌঁছালে ট্রেনের ইঞ্জিন ও ১টি বগি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়।
এ ব্যাপারে মির্জাপুর স্টেশন মাষ্টার কামরুল হাসান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ১টি বগি খাদে পড়ে যায়। মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এখনও ইঞ্জিন ও বগিটি উদ্ধারকাজ শুরু করা হয়নি। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা অনেকটা সুস্থ্য আছেন।