

মাসুম পারভেজ, স্টাফ করেসপন্ডেন্ট: রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতের নাম- রাকেশ আহম্মেদ ওরফে আসিফ।
বুধবার (২২ জুন) দিনগত রাতে বিজিবি সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লালবাগ থানার অফিসার ইনচার্জ এম.এম মুর্শেদ জানান, লালবাগ থানার বিজিবি ১নং গেইটের বিজিবি সুপার মার্কেট এর সামনে একজন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় এসআই রায়হান আহমেদ এর নেতৃত্বে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাকেশকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ১টি লোহার তৈরি দেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার রাকেশ অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নি। তার বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।