

ফয়সাল শামীম, স্টাফ রিপোর্টার: মাত্র ১৩ দিন আগে নিজের থাকার ঘর জায়গাসহ বিক্রি ও লোন করে ভাগ্য বদলের আশায় একটি অটো রিকশা কেনেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দের মমেনা বেগম ও আবুল হোসেন। কিন্তু সে অটোটি চুরি হয়ে যায়। এখন পরিবারটির সম্বল শুধু কান্না!
জানা যায়, অনেক কষ্টে অটো রিকশাটি ১ লক্ষ ৯৮ হাজার টাকা দিয়ে কেনেন তারা। অটো রিকশাটি কিনতে গিয়ে তাদের বিক্রি কর হয় নিজের বসবাস করা চালাবাড়ির ২ শতক জায়গা। আরও করতে হয় এনজিও আরডিআর থেকে লোন এবং বোনের কাছে টাকা ধার।
এরপর নতুন অটোটি নিয়ে তাদের ছেলে কুড়িগ্রামে ভাড়া খাটতে গিয়ে পড়ে বিপত্তিতে। ৩ জন মানুষ প্রতারনা করে অটোটি নিয়ে কৌশলে ভেগে যায়। আর এ খবর পাওয়ার পরে পর পর দুইবার হার্ট এ্যাটাক করেন দরিদ্র আবুল হোসেন। তার বউ মমেনাও চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েন।
এখন তাদের থাকারও জায়গা নেই, লোন শোধেরও প্রচুর চাপ। এই করুন অবস্থায় পরিবারটি সকলের সহযোগিতা চায়।
পরিবারটির সাথে যোগাযোগ করতে তাদের মোবাইল;-০১৭১৭১৬৪৫৭৪
ভিডিও কলে তাদের দেখতে-০১৭১৩২০০০৯১।