

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় ৭০টি লঞ্চ ভাড়া করে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
শনিবার (২৫ জুন) সকালে তার নিজ আসন ফরিদপুর-৪ এর ২৫ হাজার নেতাকর্মীর লঞ্চ বহর নিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ীয়ার বাংলাবাজার ঘাটের উদ্যেশ্যে রওনা দেয়।
পরে প্রধানমন্ত্রীর উদ্বোধনী জনসভায় এ নেতাকর্মীরা অংশগ্রহণ করে বলে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা নিশ্চিত করেন।
ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব জানান, ফরিদপুর-৪ আসনের সাংসদ সদস্য নিক্সন চৌধুরী এমপি মহোদয় তার নেতাকর্মীদের জন্য ৭০টি লঞ্চ ভাড়া করে দেন। পরে প্রায় ২৫ হাজার লোক প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় অংশ নেয়।