

বিনোদন ডেস্ক: দুই বাংলায় সমানতালে অভিনয় প্রতিভার সুবাস ছড়িয়ে বেড়াচ্ছেন রাফিয়াত রশীদ মিথিলা। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের আরও একটি সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী।
২০২০-২১ সালে সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির নাম ‘নুলিয়াছড়ির পাহাড়’। শিশুতোষ এই সিনেমাটি নির্মাণ করা হবে শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির পাহাড়’ উপন্যাস অবলম্বনে।
সিনেমাটি নির্মাণ করেছেন লুবনা শারমিন। মিথিলা ছাড়াও এতে অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাতসহ প্রমুখ।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা লুবনা শারমিন বলেন, ‘এই ছবিতে মিথিলাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। ১ জুন তারিখ তিনি চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রখ্যাত লেখক শাহরিয়ার কবিরের বিখ্যাত ছোটদের উপন্যাস থেকে সিনেমাটি নির্মিত হবে।’
নির্মাতা আরও জানান, ২০ জুলাই সীতাকুণ্ডে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর শ্যুটিং হবে।
বাংলাদেশে রাফিয়াথ রশিদ মিথিলার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অমানুষ’। বর্তমানে কলকাতার একাধিক সিনেমায় কাজ করছেন বাংলাদেশের এই অভিনেত্রী।