

শাহীন মাহমুদ রাসেল,স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার): কক্সবাজারের কুতুবদিয়ায় লাভের আশায় বাড়ির উঠানে গাঁজা গাছ চাষ করে ধরা পড়েছে কাইয়ুম (৪০) নামের এক ব্যক্তি।
খবর পেয়ে শুক্রবার (১ জুলাই) বিকেলে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মাতবর পাড়া থেকে তাকে আটক করা করে পুলিশ। এসময় ছোট-বড় ১০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মোঃ ছৈয়দের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর হায়দার।
তিনি জানান, লাভের আশায় বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে ওই গ্রামে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, অভিযুক্ত কাইয়ুমের বাড়িতে ছোট-বড় ১০ টি গাঁজা গাছ রয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।