

স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর: ‘মেঘমেদুর বরষায়’ এ প্রতিপাদ্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার বিকালে বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল আলোচনা, নৃত্য ও বর্ষার গান।
জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাষা শহিদ কলেজের অধক্ষ মুকুল কুমার মল্লিক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী, ভাওয়া বদরে আলম সরকারী কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সুরুজ খান ও সঙ্গীতা রোজারিও। নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষার্থী অংকিতা, সাদিয়া, তাবাসসুম।
বর্ষার গান পরিবেশন করেন প্রশিক্ষক মাছুমা আক্তার মনি, শিক্ষার্থী লগ্ন, রাজশ্রী, প্রভা, অংকন, মনন, অভি প্রমুখ।