

সময়ের কন্ঠস্বর ডেস্ক: নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত মো. রহমাতুল্লাহ রনির ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রহমতুল্লাহ খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র ছিলেন। বুধবার (০৬ জুন) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, এ ঘটনার সময় নেতিবাচক ভূমিকা পালনের জন্য মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আখতার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনার সময় নির্লিপ্ততার অভিযোগে কলেজের গভর্নিং বডিকেও দ্রুত সময়ের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এর আগে, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় ২৮ জুন তদন্ত কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভায় ওই তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক এ এস এম রফিকুল আকবর ও সদস্য সচিব ছিলেন খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক।
২৯ জুন খুলনা থেকে অভিযুক্ত মো.রহমাতুল্লাহ রনিকে গ্রেপ্তার করে নড়াইলের পুলিশ।