

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পুনাকের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ৯জুলাই ড্রিলশেড,পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজবাড়ীর পক্ষ থেকে প্রায় ২০০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ীর পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মীনি তামান্নুর মোস্তারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, তার সহধর্মিনি ও পুনাক নেত্রী ফেরদৌসি ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাঈন উদ্দিন চৌধুরী ও তার সহধর্মিণী তাসনিমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ ও তার সহধর্মিণী সোনিয়া শাহ নেওয়াজ প্রমুখ।