

সময়ের কণ্ঠস্বর, বরিশাল: ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ৬০ বছরের আমির চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডের ২৫ বছরের মো. হাসিব ও ইজিবাইকচালক ২৪ বছরের মো. সোহাগ। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আলাউদ্দিন মিলন বলেন, ‘বাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। অপরদিকে, ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে বাকেরগঞ্জ থেকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে ইজিবাইককে চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলে এক নারীসহ চার জন নিহত হয়। এবং একটি শিশুসহ তিন জন আহত হয়েছে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
ওসি আরও বলেন, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। এবং বাসের কাউকে আটক করা সম্ভব হয়নি।