

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় পাঁচ শ্রমিক নিহত হয়েছে। নিহতরা সকলেই সিমেন্ট মিক্সারবাহী ভটভটির যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাঠামদরস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজর মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)। এ ঘটনায় আহত ৩ জন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি শ্রমিক বোঝাই সিমেন্ট মিক্সারবাহী ভটভটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ শ্রমিক নিহত হয়। আহত হন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানীর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেছেন, ভটভটিতে ১৫/১৬ জন শ্রমিক ছিলেন। নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। আহত একজনকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।