

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখার দায়ে ৭ ব্যবসায়ীকে একদিনের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
সাজাপ্রাপ্তরা হলেন- শহরের মিস্ত্রিপাড়ার মো. তমিজ উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (২৬), চৌমুহনীর মৃত সবুর উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), জসিম বাজারের মৃত মমিনুল হকের ছেলে আজিজুল হক (৩২), নতুন বাবুপাড়ার খয়রাত হোসেনের ছেলে মো. রয়েল (২৫), বাঁশবাড়ীর মো. সেলিম হোসেনের ছেলে ওসমান গনি (২২), পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডীর সিরাজুল ইসলামের ছেলে মোকছেদুল হক (৪০) ও নীলফামারী সদরের দীঘলডাঙ্গীর গোলাম মোস্তফার ছেলে মাইদুল ইসলাম (২২)।
এসময় অভিযানে আটক আরো ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।