

দেওয়ান আবুল বাশার, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাকির হোসেন গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদের গেটের সামনে কাভার্ড ভ্যানটি ইউটার্ন নিতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চর বেতিলা গ্রামের মো. বদরুদ্দীনের ছেলে ও শহরের খালপার সংলগ্ন “টপ টেন” শোরুমের সেলসম্যান পদে এ কর্মরত।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে থেকে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করা হয়েছে। মোটরসাইকেল আরোহী মো. জাকির হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।