

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শুক্রবার (২৯জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই অনুষ্ঠান হয়। বিতর্ক প্রতিযোগিতায় ‘কম্পিউটার মনিটর নয় প্রয়োজন লাইব্রেরির ধুলোপড়া বই’ শীর্ষক বিতর্কের পক্ষে অংশ নেয় দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশ নেয় মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়। এতে বিজয়ী হয় মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
এছাড়াও অন্যান্যের উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) এস.এম মনসুর মূসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন- অর-রশিদ, একাডেমিক সুপাইভাইজার প্রবীর কুমার চৌধুরী।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ও মডোরেটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ শাকিল মিয়া, ডাঃ মাইশা মারিয়া, ডাঃ কানিজ ফাতেমা এবং ডাঃ সাবরিনা বিনতে সারা।
উল্লেখ্য, অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিতর্ক প্রতিযোগিতা উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়।