

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-ডোমার সড়কে প্রাইভেটকারের ধাক্কায় জান্নাত আকতার (৬) নামে এক শিশু নিহত হয়েছেন।
রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নীলফামারীর নতুন পুলিশ লাইন সংলগ্ন গ্রামীণ টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, “নিহত জান্নাত পুলিশ লাইন রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগলে শিশুটি ঘটনাস্থলে নিহত হয়।”
এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটির পরিবারের অনুরোধে লাশটি ঘটনাস্থল থেকে তার পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরে জনতার হাতে আটক হলে পুলিশ গিয়ে তা জব্দ করে থানা নিয়ে এসেছে তবে চালক কে আটক করা সম্ভব হয়নি।”