

বিনোদন ডেস্ক: গত ২৭ মে বিয়ে আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দুই মাস পর সে খবর তিনি জানিয়েছেন। তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। সেসব সমালোচনাকে পাত্তাই দেননি এই নায়িকা।
বিয়ের পরই স্বভবতই ভক্তদের মনে প্রশ্ন জাগছিল- পূর্ণিমা তার স্বামী রবিনকে নিয়ে কোথায় হানিমুন করতে যাবেন। অবশেষে সূত্র থেকে জানা গেল, তারা ইতোমধ্যে হানিমুনে চলে গেছেন। দেশে ফিরে আসবেন খুব শিগগিরই।
একাধিক সূত্র থেকে আরও জানা যায়, ‘হানিমুনের বিষয়টি একান্ত নিজেদের করে রাখতেই গোপনে গিয়েছেন তারা। এই সফরের কোনো ছবি বা ভিডিও এমনকি কোনো তথ্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেননি।’
তবে পূর্ণিমার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ‘থাইল্যান্ডে হানিমুন করতে গেছেন পূর্ণিমা দম্পতি। গত ২৮ জুলাই ঢাকা থেকে উড়াল দেন তারা। সেখানে দর্শনীয় স্থান ঘুরেই দেশে ফিরবেন তারা।’
প্রসঙ্গত, এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। সেই সংসারে বিচ্ছেদ হয় বছর তিনেক আগে। ওই সংসারে একটি কন্যা সন্তানের মা হন পূর্ণিমা।
এরপর গত ২৭ মে বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।