

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদরে দুই শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে শাহজাহান মিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (৩ আগস্ট) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান নলবাইদ সোনালীবন্দর গ্রামের মৃত শামসুল মুন্সির ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহানের সাথে দুই শতাংশ জমি নিয়ে প্রতিবেশি হানিফ মিয়ার ছেলে মামুনদের সাথে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই বিরোধপূর্ণ জমিতে কৃষক শাহজাহান আলী জমি চাষ করতে যান।
এ সময় প্রতিপক্ষ মামুন, মোস্তফা নায়েব আলী মুন্সিসহ তাদের লোকজন শাহজাহান আলীকে প্রথমে বাঁধা দেয় এবং পরে ঘটনাস্থলেই খুন করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার মো: হান্নান মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।