

মোঃ আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে একটি কনফেকশনারী দোকান থেকে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগে দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের অভ্যন্তরে অবস্থিত মিল স্টোরে বুধবার (০৩ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিমসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের বেশ কয়েকটি দোকানে তল্লাশী চালানো হয়।
এসময় প্লাটফর্মের সামনে মিলন ফাস্টফুড দোকানে অভিযান চালানো হয়। ওই দোকানে বিভিন্ন আন্তনগর ট্রেনের ৮টি টিকেট পাওয়া যায়। এসময় দোকানদার মিলন শেখকে র্যাব সদস্যারা জিজ্ঞাসাবাদ করলে টিকেট কালোবাজারির কথা স্বীকার করে। টিকেট কালো বাজারে বিক্রির অভিযোগে ২০ হাজার জরিমানা করা হয়।
তিনি আরও জানান, চিহ্নিত টিকেট কালোবাজারিরা ভাড়া করা লোকদের ট্রেনের টিকিট কাটার জন্য ভোরেই টিকেট কাউন্টারের সামনে লাইনে দাড় করিয়ে দেয়। তাই কালোবাজারিদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। নিত্যদিন নতুন নতুন মহিলা-পুরুষ লাইনে দাড় করিয়ে রেলের টিকেট কেটে নিয়ে যায়। স্টেশন এলাকার বাইরে এই টিকিট দ্বিগুণ দামে বিক্রি করে। আমাদেরকে সহযোগিতা করলে আমরা অবশ্যই কালোবাজারিদেরকে আইনের আওতায় আনতে পারব।