

সময়ের কন্ঠস্বর ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন চুক্তি করার পরও মালয়েশিয়ায় পাঠানোর জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে এক অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ অংশে খোলা রয়েছে। তারপরও তো মানুষ যাচ্ছে না। যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা দেখব। কিন্তু মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের কর্মী দরকার আছে।
তিনি বলেন, বিভিন্ন দেশে আমাদের কর্মীর চাহিদা রয়েছে। আমরা দক্ষ কর্মীতে গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ভাষার দক্ষতার ওপর বেশি জোর দিচ্ছি। ভালো অবস্থান তৈরি করতে পারলে আমাদের রেমিট্যান্স বাড়বে।
ইমরান আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতে নার্সের চাহিদা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অত নার্স নেই।