


জাতীয়
সব দেখুন
সর্বশেষ প্রকাশিত
রাজনীতি
সব দেখুন






চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার সময় জাহিদ হাসান শান্ত (২২) ও তার তথ্যে কুমিল্লা থেকে রফিকুল ইসলাম রফিক (২৭) নামে ছাত্রদলের আরেক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে ও বৃহস্পতিবার (৭ডিসেম্বর) ভোররাতে তাদের দুজনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
আটক রফিকুল ইসলাম রফিকের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার কলাকান্দি গ্রামে এবং জাহিদ হাসান শান্তর বাড়ি হবিগঞ্জ জেলার সদর থানার তারাপাল্লা এলাকায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজুল হক ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি বলেন, ৬ তারিখ রাতে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার প্রস্তুতির সময় হাজারীবাগ থানা ছাত্রদলের সদস্য জাহিদ হাসান শান্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শান্তকে জানায় ৭ হাজার টাকার বিনিময়ে সে এই কাজ করার প্রস্তুতি নিচ্ছিল এবং আগুন দেওয়ার জন্য হাজারীবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক তাকে ৭ হাজার টাকায় কন্টাক্ট করে। কাজটি করার জন্য তাকে অগ্রিম ২ হাজার টাকা দেওয়া হয় এবং কাজ শেষ হলে আরো ৫ হাজার টাকা দেওয়ার কথা বলে রফিকুল ইসলাম রফিক।
তিনি আরো জানায়, তার দেওয়া তথ্য মতে মূল পরিকল্পনাকারী রফিকুল ইসলাম রফিককে কুমিল্লা জেলার হোমনা থেকে ভোররাতে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শান্তর আটকের বিষয়টি আমি জানতে পেরে আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনায় চলে যাই। সেখান থেকে পুলিশ আমাকে আটক করে।
ওসি আরো বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাদের দুজনকে আদালতে হাজির করা হবে। তাদের দুজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনের ধাক্কায় রাজধানীতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও রেলস্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার পথে তিতাস কম্পিউটার ট্রেনটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তিতাস কমিউটার ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই ক্রেনের ধাক্কা খায়। ক্রেনের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ডিজেবল হয়ে পড়ে। এখন পর্যন্ত ট্রেনটি লাইন থেকে সরানো যায়নি। ক্রেনের আঘাতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গেছে
মাসুদ সারোয়ার জানান, ইতোমধ্যে রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি লাইন থেকে সরানোর পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এমআর

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই এই বৃষ্টি শুরু হলেও পরবর্তী সময়ে তা ধীরে বাড়তে থাকে। সেই সঙ্গে ছিল ঠান্ডা বাতাস, এতে তাপমাত্রা কমে শীত পড়তে শুরু করে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বৃষ্টি বেড়ে যাওয়ায় বিপাকে পড়ে বাইরে বের হওয়া মানুষ। অনেকেই ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে।
বুধবার সন্ধ্যার দিকে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্ধ্র প্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও কাছাকাছি দক্ষিণ উড়িষ্যা এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।
ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারাদেশে রাতের সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছিলেন, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ৫ ও ৬ ডিসেম্বর দেশের উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে। শীতের আমেজও পাওয়া যাবে।
এদিকে বুধবার সামুদ্রিক আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এমআর

মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন মো. মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), মো. সালাউদ্দিন (৪৫), মো. আমির হোসেন (৩২), মো. কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন।
এদিকে বুধবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তাছাড়া বুধবার রাত ৭টা ৫৪ মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এফএস

ঢাকার উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৭টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাই। তাৎক্ষণিকভাবে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে এ আগুন লেগেছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
এর আগে আজ বিকেলে রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটে।
এফএস
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
রবিবার (১০ ডিসেম্বর) জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা যুগ্ম ও দায়রা জজ এইচ এম কবির হোসেন শোকজ নোটিশটি করেন।
শোকজ নোটিশে বলা হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রার্থী গত ৯ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের শোলমারীস্থ বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন এবং সরকারি গাড়ি ব্যবহার করে পুলিশ প্রটোকল সহকারে জসভায় উপস্থিত হন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) এর লঙ্ঘন।
এছাড়াও আগামী ১২ ডিসেম্বর দুপুর ১২ টার সময় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসেনর প্রার্থী ফরহাদ হোসেনকে নিজে অথবা মনোনিত প্রতিনিধিকে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এমআর
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৬টি ট্রাকে ৬৬ হাজার ৮৬০ ডলারে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
রবিবার (১০ ডিসেম্বর) সকালে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক দ্রবের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, বেনাপোলের মেসার্স নাজমুল এন্ড ব্রার্দাস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান পণ্য চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমসে দাখিল করেছেন। কাজ সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।
বন্দর সূত্র জানায়, ৬৬ হাজার ৮৬০ মার্কিন ডলার মূল্যে ৮৪ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করেছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এআই
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) রাফিউল আলমকে নিজ কর্মক্ষেত্র থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
রবিবার (১০ ডিসেম্বর) এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের উপসচিব (চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান ও জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি। বিজ্ঞপ্তি মন্ত্রীপরিষদ সচিব ও মহাপুলিশ পরিদর্শককে অনুলিপি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রত্যাহারকৃত পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করে প্রস্তাব নির্বাচন কমিশনকে পাঠানোর নির্দেশ করা হয়েছে।
রাফিউল আলম ২০২১ সালের ২৫শে জুলাই মেহেরপুরের পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।
এআই
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টা ব্যাপি জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে প্রধান অতিথি এ্যাডভোকেট মানি খন্দকার বলেন, দেশে ভোট, ভাতের, কথা বলার অধিকার নেই। গত ১৫ বছরে বহু নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদের খুন গুম করা হয়েছে। তাদের পরিবার রাজপথে কান্নাকাটি ও বিচার চেয়েও কোন কিছু হয়নি। মানবাধিকার কর্মীদের গ্রেফতার করা হয়েছে। আমরা দেশে গণতন্ত্র চায়।
জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রউফুন নাহার রিনার সভাপতির বক্তব্যে বলেন, পুলিশ আমাদের মহিলা নেত্রীসহ অনেক নেতাকর্মী সরিয়ে দিয়েছে। তারা গালাগালি করেছে। আর আমাদের ১০ মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করতে বলেছে। আমরা কোন দেশে আছি, দেশে কোনো আইনের শাসন নেই, গণতন্ত্র নেই।
মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য আবু বক্কর সিদ্দীক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের বর্ণি আক্তার, জীবননগর উপজেলা মহিলা দলের সভাপতি পেয়ারা বেগম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেবেকা সুলতানা প্রমুখ।
পরে জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিন কয়েক জন নেতা কর্মীকে সাথে নিয়ে মানববন্ধন স্থলে আসেন। তিনি বলেন, চুয়াডাঙ্গায় কোন হরতাল, মানববন্ধন, অবরোধসহ অন্য কোন কিছু করতে দেবনা। যে দলের কোন অস্তিত্ব নেই সেই দল কোন কর্মসূচি পালন করতে পারবেনা, আমরা প্রতিহত করবো।
এআই
65757fdfa896a.webp)
আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাগেরহাটে জেলা বিএনপি।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির ব্যানারে মহিলা দলের এই মানবন্ধনে জেলায় মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির নেতাকর্মীদের পরিবারের স্বজনেরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির নেতাকর্মীদের পরিবারের সদস্য ছাড়াও বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, মহিলা দল নেত্রী কমলা বেগম, মাহমুদা বেগম, পলিনা বেগম, জেলা জাসাসের সম্পাদক নার্গিস আক্তার লুনা, সাগর বেগমসহ জেলার ৯টি উপজেলার সভাপতি সম্পাদক।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, পুলিশি নির্যাতন ও গায়েবি মামলা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে আর বেশিদিন টিকে থাকতে পারবেনা। ভোটের অধিকার আদায়ে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন তাঁরা।
পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ির ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নগরীর উড়ালসড়কে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা মেয়রের গাড়িটির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিঅ্যান্ডবি কলোনি অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আবদুল কাদের ও মো. দিদার।
আহত পুলিশ সদস্য আবদুল কাদের বলেন, বাসা থেকে করপোরেশনের অফিসে যাচ্ছিলেন মেয়র। সে সময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা উড়ালসড়কে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা ঘটে। ব্রেক করার ফলে সামনে থাকা পুলিশের গাড়িটিতে জোরে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। তখন একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়েন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেয়রের গাড়িটি উড়ালসড়কে পড়ে ছিল। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ হঠাৎ ব্রেক করা অটোরিকশাটি ধরতে পারেনি বলে জানান পুলিশ সদস্য আবদুল কাদের।
এমআর
নোয়াখালীর চাটখিলে অস্ত্র ঠেকিয়ে ব্যাংকের টাকা লুট করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের একজনকে আটক করে পুলিশ।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে।
পুলিশের হাতে আটক ব্যক্তির নাম আব্দুল মজিদ (৫০)। তিনি একই উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাসের অভিযোগ, 'আব্দুল মজিদ মুখে মাস্ক ও টুপি পরে দুপুর দেড়টায় ছুরি-হাতুড়ি নিয়ে ক্যাশে ঢুকে পড়ে। এরপর ক্যাশিয়ারকে ছুরি দেখিয়ে ক্যাশের টাকা লুট করার চেষ্টা করে। এক পর্যায়ে ক্যাশিয়ারের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। অভিযুক্ত ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহ আলমকে ছুরি দিয়ে আঘাত করে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পুলিশে সোপর্দ করে। আহত সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।'
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক। তিনি বলেন, আটককৃত মজিদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে পড়ে হঠাৎ মূল্য বৃদ্ধি পাওয়া পেঁয়াজের ঝাঁঝ নিয়ন্ত্রণে আনতে সোনাগাজীর বক্তারমুন্সি ও তাকিয়া বাজার মনিটরিং করেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় সারা দেশের ন্যায় সোনাগাজীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম আকাশচুম্বী। দেশী পেঁয়াজ ২২০-২৪০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৮০-২২০ টাকা বিক্রি হচ্ছে। এসব পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রবিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে স্থানীয় বাজার মনিটরিং করেন চেয়ারম্যান বাদল ও বাবুল। এসময় ইউপি চেয়ারম্যান সকল ব্যবসায়িদেরকে পেঁয়াজের আকাশচুম্বী দাম কমানোর অনুরোধ করে।
বক্তারমুন্সি বাজারে চেয়ারম্যান বাদল আগের দিন ঘোষনা দিয়ে মনিটরিংয়ে আসেন। যে সকল ব্যবসায়ী পূর্ব ক্রয়কৃত পেঁয়াজ চড়া দামে বিক্রি করছে তাদের পূর্ব নির্ধারিত দাম অর্থাৎ ১২৫ টাকা ধরে বিক্রি করতে নির্দেশ দেন। কয়েকজন অসাধু ব্যবসায়ী চেয়ারম্যানের উপস্থিতি টের পেয়ে দোকান খোলা রেখে পালিয়ে যায়। এসময় চেয়ারম্যান বাদল নিজে সেই দোকানে বসে ১২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেন। একই দৃশ্য দেখা গেছে বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে।
চেয়ারম্যানদের এমন কার্যক্রমে কিছুটা স্বস্তি পেলো সাধারন ক্রেতারা। তাদের এমন কার্যক্রমে পেঁয়াজ ক্রেতারা বাজারের প্রতিটি দোকানে ভীড় জমায়। কেউ ৫ কেজি, কেউ ২ কেজি করে পেঁয়াজ কিনতে দেখা যায় । এ খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ ক্রেতারা বাজারে ভীড় করতে দেখা যায়। একই সাথে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ পূর্বক বিক্রি ও অন্যান্য কাঁচা বাজার সঠিক দামে বিক্রি নিশ্চিত করেন চেয়ারম্যানরা।
এমআর
65759e5901863.webp)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে তাঁদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।
একই সঙ্গে রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যাহারকৃত কর্মকর্তাদের শূন্যস্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি দিয়েছে ইসি।
উল্লেখ্য ২০২১ সালের ১ আগস্ট শহীদুল ইসলাম পুলিশ সুপার হিসেবে নোয়াখালীতে যোগদান করেন। সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের দুই বিভাগের দুই পুলিশ কমিশনার, পাঁচ জেলার পুলিশ সুপার, একজন জেলা প্রশাসক ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে নোয়াখালী পুলিশ সুপার একজন।
পিএম

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ-অটোরিকশার সংর্ঘষে ফখরুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
রবিবার (১০ ডিসেম্বর) উপজেলার মধ্যম চরউরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশায় লক্ষ্মীপুরের রামগতি থেকে নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশ্যে আসছিলেন ফখরুলসহ আরও কয়েকজন। মধ্যম চরউরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে আহত হন ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এআই
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পদ্মা রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আরও জানান, নিহত যুবকের পরনে খয়েরি গেঞ্জির ওপর গাঢ় নীল রঙের ফুল হাতা শার্ট, একটি ট্রাউজার প্যান্ট এবং পায়ে জুতা রয়েছে। মুখে হালকা চাপ দাঁড়ি ও গোঁফ রয়েছে। একটি হাত ভাঙ্গা। ধারণা করা হচ্ছে, পদ্মা রেল সেতুর ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, যুবকের লাশ উদ্ধারের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
এআই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মনিরুল ইসলাম ওরফে মহিন (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ রোববার(১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে ৷
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) আবু নাইম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মনিরুল ইসলাম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার পশ্চিমবাম পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকের সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো ল- ৩০-২৪২৯) চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মার্গে পাঠানো হয়।
এফএস

ফরিদপুরের নগরকান্দা থানা এলাকা থেকে সালথা থানার চাঞ্চল্যকর অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মো: আকমত (৩২)কে গ্রেফতার করেছে র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর র্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ধৃত আসামী গত ১ অক্টোবরে সকাল ১০টার সময় ভিকটিম তার মেয়েকে কাঠিয়ারগট্টি প্রাথমিক বিদ্যালয় দিয়ে বাড়ী ফেরার পথে ঘটনাস্থল ফরিদপুর জেলার সালথা থানাধীন কাঠিয়ারগট্টি সাকিনস্থ রাহেন মাস্টারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওতপেতে থাকা ধৃত আসামী ও তার অপর ৪/৫ সহযোগী আসামী জোরপূর্বক ভিকটিমকে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এরপর ভিকটিমকে ঘোড়াদহ সাকিনস্থ ধৃত আসামীর ভগ্নিপতির বাড়ীতে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তীতে ধৃত আসামী ভিকটিমকে ঢাকায় নিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সংক্রান্তে বিজ্ঞ কোর্টের আদেশে ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং-০১, তারিখ- ০৩/১১/২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৯(১) মুলে একটি অপহরণ করে ধর্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পর হইতেই ধৃত আসামী আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল অদ্য ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ আনুমানিক ০০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ করে ধর্ষণ মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামী মোঃ আকমত (৩২), পিতা- মোঃ করিম, সাং- কালাইর, থানা- সালথা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ধর্ষণ মামলার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এমআর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
সরকারি নির্দেশ মতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন বদলি হন পাশ্ববর্তী নিকলী থানায়। দীর্ঘ তিন বছর তিনি কটিয়াদীতে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন। দক্ষতা ও মানবিক হাতে তিনি এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে যুগান্তকারী ভুমিকা রেখে গেছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পুলিশ মানেই ভীতি এই চিন্তাটা এই ওসি তার কাজের মাধ্যমে দূর করতে পেরেছিলেন৷ সাধারণ মানুষ তার কাছে গিয়ে যে কোন সমস্যা বলতে পারতেন। তিনি থানায় সেবা নিতে আসা মানুষের শেষ ভরসা ও বিশ্বাসের প্রতিক হয়ে ওঠতে পেরেছিলেন। একদিকে তিনি ছিলেন চৌকস অপরদিকে মানবিক এবং উচ্চ চিন্তার মানুষ। ফলে তার কাজের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিলো৷
শনিবার (০৯ ডিসেম্বর) রাতে কটিয়াদী রিপোটার্স ইউনিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷
শুক্রবার ও শনিবার ওসির বিদায় জানাতে থানায় এসেছে অনেক মানুষ৷ তার মধ্যে অধিকাংশ সাধারণ মানুষ নারী-পুরুষ৷ কেউ উপহার হিসেবে ফল, রান্না করা খাবার নিয়ে আসেন৷ ওসির সাথে কথা বলে মানুষ আবেগাপ্লুত হন। পাশাপাশি থানার ভিতরে ও সামনে অসহায় এক নারীকে কাঁদতে দেখা যায়। সবার ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন তিনি৷
কটিয়াদী রিপোটার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক ফ.হ আলমগীর জোয়ারদার বলেন, ওনি (ওসি শাহাদাত) কাজের মাধ্যমে কটিয়াদীর মানুষের ভালোবাসা পেয়েছেন। চাকুরী জীবনে কেউ হয় নিন্দিত, কেউ হয় নন্দিত৷ ওনি নন্দিত হয়ে বিদায় নিয়েছেন।
বিদায়ী অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন বলেন, আমি সবাইকে সমান চোখে দেখতাম। মানুষ আমাকে অসম্ভব রকম বিশ্বাস করতো। এজন্য আমার কাজগুলো করতে সহজ হতো। কর্মময় জীবনে কটিয়াদীর মানুষের ভালোবাসা ছিলো অতুলনীয়। কোন ভুল হয়ে থাকলে আন্তরিক ভাবে ক্ষমা চাই।
এআই
কর্মী সমর্থকদের বাড়ি-ঘরে ভাঙচুরের অভিযোগে করেছেন নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
রোববার (১০ ডিসেম্বর) রূপগঞ্জের রূপসীর নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সরকার দলীয় এমপি, মন্ত্রীদের যে বাহিনী এদের যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ না করে, তাদের যদি আইনের আওতায় না আনে তাহলে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। প্রভাবমুক্ত নির্বাচন, সন্ত্রাসী মুক্ত নির্বাচন ও জবরদখল মুক্ত নির্বাচন এগুলোকে বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কমিটমেন্ট বজায় রাখতে হলে সরকারের এমপি, মন্ত্রী বাহিনীদের তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন হবে না। মানুষ বাধ্য হবে নির্বাচন থেকে সরে থাকতে। অনেক দল বাধ্য হবে নির্বাচন থেকে সরে যেতে।
পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য দেয়া ইদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে পৃথক ওই দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আ: আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয়েই বোরো ধানের বীজতলা রক্ষার জন্য জমিতে দেয়া ইদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
নিহত কৃষক লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী তাকে ওই দিন দুপুরের ভাত প্রস্তুুত করতে বলে গোসলের উদ্দেশ্যে বের হন। এসময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের জন্য দেয়া বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তিনি পেশায় একজন ভ্যান চালক ও কৃষক।
স্থানীয় মো. জাহিদুল ইসলাম মোল্লা জানান, ওই কৃষক তার বাড়ির সামনের জমিতে বোরো ধানের বীজ ইদুরের খাবার থেকে রক্ষা করতে সেখানে বিদ্যুতের সংযোগ দেন। কিন্তু তিনি ওই দিন দুপুর ১টার দিকে জমিতে থাকা বোরো ধানের বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশিত কুমার মিস্ত্রী বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার বাম হাতের কনুই ও বাম পায়ের নিচের অংশে বিদ্যুতের স্পর্শে ক্ষতের চিহ্ন রয়েছে। এ ছাড়া একই দিন ভোরে উপজেলার রঘুনাথপুরে মোসলেম সর্দার (৬০) নামের এক কৃষক নিজ জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে তিনি তার জমিতে বোরো ধানের বীজতলা দেখতে যান। কিন্তু এর আগে ওই বীজতলার ধান ইদুরের হাত থেকে রক্ষা করতে সেখানে দেয়া বৈদ্যুতিক তারে আটকে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতায়িত হয়ে পৃথক দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এমআর
পটুয়াখালীতে পেঁয়াজের ঝাঁজে অসহায় হয়ে পড়েছে ক্রেতারা। শহর থেকে গ্রামীন জনপদের সকল বাজারে দেখা দিয়েছে পেঁয়াজের বড় ধরনের সংকট। খুচরা বাজারের কিছু সংখ্যক দোকানে খুব কম সংখ্যক পেঁয়াজ থাকলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে।
বড় সাইজের বিদেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। আর ছোট সাইজের দেশী পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। ভারতের পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে এমন সংবাদে স্থানীয় বাজার সিন্ডিকেট পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে বাড়িয়ে দিয়েছে পেঁয়াজের দাম। এমন অভিযোগ ক্রেতারা সিন্ডিকেট ভাংগতে এবং কৃত্রিম সংকট বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায়। অপরদিকে মোকামে পেঁয়াজ নেই, পাইকাররা বিক্রি করছে চড়া দামে এমন অজুহাত স্থানীয় বাজারের খুরচা ও পাইকারী বিক্রেতাদের।
এদিকে বাজারে পেঁয়াজ কিনতে এসে দোকানদারদের সাথে বাদনুবাদে জড়িয়ে পড়েছেন অনেক ক্রেতা। তবে অধিকাংশ ক্রেতাই দীর্ঘশ্বাস ফেলে চাহিদার বিপরীতে কম পেয়াঁজ কিনে বাড়ী ফিরেছেন। সবচেয়ে বেশি বিপাকে গ্রামীন জনপদের ক্রেতারা। শহরের থেকে কেজি প্রতি ক্ষেত্র বিশেষ ২০-৩০ টাকা বেশিতে বিক্রি করছেন সেখানকার খুরচা বিক্রেতারা। নিত্য প্রয়োজনীয় পন্য আলু, সবজির পর পেঁয়াজের ঝাঁজ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেক ক্রেতা।
খুরচা বিক্রেতা ফিরোজ বলেন, শুক্রবার দিনও ৬০-৭০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছি। শনিবার থেকে বরিশাল মোকামে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ১৩৫ থেকে ১৪৫ টাকা রাখছে প্রতি কেজি। চাহিদা মত পেঁয়াজও দিচ্ছেনা মোকাম থেকে।
তিনি আরো জানান, ক্রেতার চাহিদার অর্ধেক পেঁয়াজ দিয়ে ক্রেতা ঠিক রাখতে হচ্ছে।
খুচরা বিক্রেতা শাহজালাল বলেন, দোকানে পেঁয়াজ না থাকায় ক্রেতারা অন্য মালামাল না কিনেই ফিরে যাচ্ছে পাশের দোকানে।
ক্ষোভ প্রকাশ করে ক্রেতা নাহিদ বলেন, রোজা এলেই এমনিতে পেঁয়াজের মূল্য বেড়ে যায়। এবার রোজার অনেক আগেই বেড়েছে পেয়াজের দাম। রোজায় এই মূল্য ৫শ' টাকায় গিয়ে ঠেকবে।
আর একজন ক্রেতা সালাম বলেন, কোন দোকানে ১৬০-১৯০ আবার কোন দোকানে ২৩০-২৫০ টাকা কেজি চাচ্ছে। যে অবস্থা দাড়িয়েছে, পেঁয়াজ না খেয়ে ছোলা খেতে হবে।
তিনি উষ্মা প্রকাশ করে বলেন, সরকার আছে নির্বাচন নিয়ে ব্যস্ত। এদিকে চোখ দেয়ার সময় নেই। এমনিতেই সরকার বাজার নিয়ন্ত্রনে ব্যর্থ।
ঝাল মুড়ি বিক্রেতা আ. রহমান বলেন, প্রতিদিন ৩ কেজি পেঁয়াজ প্রয়োজন। তিন দোকান ঘুরে দেড় কেজি কিনেছি। পিঁয়াজ ছাড়াই ছাল মুড়ি বিক্রি করতে হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পেঁয়াজের মূল্য কারসাজি এবং মওজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এআই657590ac7f9f1.webp)
"সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার" এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
জেলা প্রশাসন ও মানবাধিকার কমিশনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জয়দেব সরকার, র্্যাবের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক আবদুল্লা ইউসুফ। এসময় জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পিএম

পটুয়াখালীতে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। দিনের বেলায়ও হেড লাইট জালিয়ে চলছে যানবাহন।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রী সেলসিয়াস। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এছাড়া বেলা বাড়লেও মিলছেনা মানুষ গ্রামাঞ্চলের বাজারগুলো। জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা। এদিকে শীতের কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভীড়।
জেলা প্রশাসন সূত্র জানায়, হতদরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরনের ইদ্যোড় নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহŸান জানানো হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, শীত জনিত কারনে হাঁপানী, সর্দি, কাশি, জ্বর নিয়ে মানুষ আসছে হাসপাতালে। এদের চিকিৎসা সেবার তৎপর রয়েছে চিকিৎসক ও সেবিকারা। হাসাপাতালে পর্যাপ্ত ঔষদের সরবারহ রয়েছে। তবে অপর্যাপ্ত বেডের কারনে অনেক রোগীকে এই শীতেও ফ্লোরে চিকিৎসা সেবা দিতে হচ্ছে।
এআই
বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। একই দলীয় মনোনয়ন বঞ্চিত হন একই আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ।
পঙ্কজ নাথের অভিযোগের ভিত্তিতে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আর স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
গতকাল শনিবার (৯ ডিসেম্বর) শাম্মী আহমেদ তাঁর আইনজীবীর মাধ্যমে পঙ্কজ নাথের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেন। এতে পঙ্কজের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনেছেন তিনি।
শাম্মী আহমেদ বলেন, ‘তিনি মনোনয়নপত্র জমাদানের আগে তাঁর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছেন।
আপিলে বলা হয়, পঙ্কজ নাথ ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহন কম্পানির চেয়ারম্যান। তাঁর স্ত্রী ওই পরিবহনের পরিচালক। কম্পানির চার হাজার শেয়ারের মালিক স্বামী-স্ত্রী।
পঙ্কজ নাথ সেখান থেকে চেয়ারম্যান হিসেবে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা ভাতা নেন। কিন্তু হলফনামায় সে তথ্য উল্লেখ করা হয়নি।
এ ছাড়াও পঙ্কজের নিজ নামে মেহেন্দীগঞ্জ উপজেলার সোনামুখী এলাকায় দোতলা বাড়ি রয়েছে। হোল্ডিং নম্বর ও ট্যাক্স রসিদও তাঁর নামে। কিন্তু সম্পদ বিবরণীতে তার উল্লেখ নেই।
পঙ্কজ নাথের বিরুদ্ধে এর আগে ৩ ডিসেম্বর বিহঙ্গ পরিবহনের মালিকানা গোপনের অভিযোগ তুলে ধরেন শাম্মী আহমেদ। এমনকি তিনি পঙ্কজ নাথের মনোনয়নপত্র বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন। একই দিন পঙ্কজ নাথ শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি তুলে ধরে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
দুজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরের দিন ৪ ডিসেম্বর তাঁদের ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ নাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। পঙ্কজ নাথ এ আসনে দুইবারের সংসদ সদস্য।
শেরপুর সদরের আমতলীতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় তিন ট্রাক চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার ( ৯ডিসেম্বর) সকালে শেরপুর সদরের আমতলী মোড় থেকে তাদের আটক করেন স্থানীয়রা।
পুলিশ জানায়, ময়মনসিংহের ধুবাউরা থেকে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি তিনটি মিনি ট্রাক জামালপুর নিয়ে যাচ্ছিলো। আজ সকালে ট্রাকগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে আসলে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাকে ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় পুলিশ চিনির মালিক মানিক, আইয়ুব আলী, ট্রাক চালক নাজমূল, আনিসসহ চারজনকে আটক করে।
আটক চিনির মালিক মানিক ও আইয়ুব আলী জামালপুরের লাঙ্গলজোর নিয়ে যাচ্ছিলো। দীর্ঘদিন ধরেই তারা, ময়মনসিংহের ধুবাউড়া, হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী থেকে ভারতীয় চিনি কেনা বেচা করে আসছিলো।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, চোরাই চিনি আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাকসহ দেড়শ বস্তা ভারতীয় চিনি জব্দ করি এবং চারজনকে আটক করি। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।
এ উপলক্ষে শুক্রবার ( ৮ডিসেম্বর) দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া-মাহফিল।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে দিবসটি উদযাপনের কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
কর্মসূচীতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান, মো. তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, ইকবাল হাসান, জয়নাল আবেদীন, ফজলুল হক খান, ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, আব্দুল কদ্দুছ, প্রদীপ বিশ্বাস, এম এ মতিন, আব্দুল মান্নান, আবুল হাসিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র, সংগঠনের নেতা বিল্লাল হোসেন, রাজিবুল হক, মুজিবুর রহমান, আলী উসমান তুহিন, সুপক রঞ্জন উকিল, রিংকু চন্দ, ইসমত আরা, শাকিল আহমেদ, সুজন মিয়া, রুবেল মিয়াসহ আরও অনেকই।
উল্লেখ ১৯৭১ সালের ৮ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের হামলায় পাক হানাদার বাহিনী শহর ছেড়ে রেলযোগে গৌরীপুর থেকে পালিয়ে যায়। এসময় মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধার নিকট গৌরীপুর থানায় অবস্থানরত পুলিশ ও রাজাকারদের আত্মসমর্পণের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় গৌরীপুর।
পিএম
6571d969deb37.webp)
ময়মনসিংহের গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও সংবাদপত্র এজেন্ট শেখ আব্দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরীপুরে প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, মরহুমের ছেলে মশিউর রহমান কাউসার, সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।
এছাড়া এদিন দুপুর ২টায় রেল স্টেশন এলাকায় খোদাবক্স ফুরকানিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম, জিআরপি ইনচার্জ মীর্জা মোহাম্মদ মুক্তা, আরএনবি ইনচার্জ মো. মোরশেদুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সদস্য রাজিবুল হক, রোকন উদ্দিন প্রমুখ।
পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, বর্তমান যুগে আমরা গুণগত শিক্ষার জন্য লড়াই করছি। দক্ষতা অর্জনের জন্য লড়াই করছি। আধুনিক যুগের সাথে তাল মেলাতে তাই শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করবে। এই দক্ষতা অর্জনের পাশাপাশি যাদের টাকায় আমরা পড়াশোনা করেছি সে সাধারণ মানুষদের ভুলে যাওয়া যাবে না।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি ভুলে যাও তবে মনুষ্যত্ব বলে শব্দটি অভিধানে থাকবে না। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাকে যেমন গুরুত্ব দেই, গবেষণাকে গুরুত্ব দেই, উন্নয়নকে যেমন গুরুত্ব দেই ঠিক তেমনি আমরা গুরুত্ব দেই মনুষ্যত্বকে, মানবিকতাকে, মানুষের পাশে দাঁড়ানোকে।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট নামের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে।
সিজেডএম-এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, এমন দায়িত্ব কয়জন পালন করে? কজন এমন আয়োজন করে? বৃত্তিপ্রদানের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিগত জায়গাটি অত্যন্ত অনুসরণীয়। প্রকৃত যাদের প্রয়োজন তাদের কাছে বৃত্তির টাকা পৌঁছানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেব। ভবিষ্যতে এই উদ্যোগের পরিধিকে আরও বাড়ানো হলে নজরুল বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের শিক্ষা বিভাগের প্রধান লে. কর্ণেল (অব.) সৈয়দ নাজমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এসময় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট সারাদেশ থেকে ২৫৭০ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান করবে।
এআই

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এমএ হালিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। কলেজটিতে শিক্ষার্থী রয়েছে ২২শ’র মতো। শিক্ষক কর্মচারী আছেন ৫৬ জন। তার মধ্যে ৪৫ শিক্ষক-কর্মচারীই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উচাখিলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের ডেকে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করেন শিক্ষকেরা। এ সময় সাংবাদিকদের হাতে ধরিয়ে দেন ইউএনও’র কাছে দেওয়া লিখিত অভিযোগটি।
মো. আমিনুল হক নামে এক শিক্ষক বলেন, গত ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুসারে প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়। এগুলো হচ্ছে অর্থ ও ক্রয়, আভ্যন্তরীণ নিরীক্ষা, উন্নয়ন সংক্রান্ত , বেতন ফি আদায়, ও শিখন অর্জন মূল্যায়ন উপকমিটি। বিশেষ করে অর্থ ও ক্রয় উপকমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা উপকমিটির সদস্যরা কার্যক্রম শুরু করার পর থেকে অধ্যক্ষের সাথে বিবাদ শুরু হয়। আমিনুল হক আরও বলেন, অধ্যক্ষ এমএ হালিম অর্থ ও ক্রয় উপ-কমিটির সাথে কোনো আলোচনা না করে প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা খরচ করে আসছেন। অথচ নগদ ১৫ হাজার টাকার বেশি অর্থ অধ্যক্ষের হাতে রাখার নিয়ম নেই। খরচের জন্য বেশি অর্থের প্রয়োজন পড়লে অর্থ ও ক্রয় উপ-কমিটির অনুমোদন নিতে হবে।
আভ্যন্তরীণ নিরীক্ষা উপ-কমিটির সদস্য শিক্ষক মো. এমদাদুল হক বলেন, নিরীক্ষার সময় অধ্যক্ষ এমএ হালিমের বিরুদ্ধে ছয় লাখ টাকার বেশি আপত্তি উঠে। কিন্তু আপত্তি নিষ্পত্তি না করে কমিটির সদস্যদের নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার জন্য চাপ দেন অধ্যক্ষ। কিন্তু শিক্ষকেরা এ বিষয়ে প্রতিবাদ করেন।
প্রতিষ্ঠানের কলেজ শাখার শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, উপ-কমিটি গঠিত হওয়ার পর থেকে অধ্যক্ষের বিরুদ্ধে কমিটিকে উপেক্ষা করার প্রবণতা দেখা দিয়েছে। এতে করে প্রতিষ্ঠানে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অধ্যক্ষ শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। গত ১৯ অক্টোবর প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে পাঁচ লাখ টাকা অনুদান প্রাপ্ত হয়। সেই অনুদানটি সংগ্রহ করার জন্য অধ্যক্ষ ৪০ হাজার টাকা ঘুষ দিয়েছেন বলে শিক্ষকদের জানান। কিন্তু কাকে ঘুষ দিয়েছেন নাম জানতে চাইলেও বলেননি। এছাড়াও অনুদান থেকে শিক্ষক ও দরিদ্র শিক্ষার্থীদের বরাদ্দ বিতরণ করে বাকী তিন লাখ ২৫ হাজার টাকা নিজের পকেটে রেখে দেন বলে অভিযোগ করেন শিক্ষক মো. মিজানুর রহমান।
আরও কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে অধ্যক্ষ সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা শুরু করেন। এসব আচরণের মধ্যে শিক্ষকদের গুণ্ডা বলে আখ্যায়িত করা, শিক্ষক পরিষদের সভায় উপস্থিত হয়ে শিক্ষকদের দিকে তেড়ে গিয়ে মারমুখি আচরণ করার পাশপাশি নানা ধরনের হুমকি প্রদান করার অভিযোগও রয়েছে অধ্যক্ষ এমএ হালিমের বিরুদ্ধে।
এ বিষয়ে উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজটির দাতা সদস্য আনোয়ারুল হাসান খান সেলিম জানান, ঐতিহ্যবাহী কলেজটির বর্তমান অচলাবস্থার জন্য দায়ী অধ্যক্ষ। তাঁর উপযুক্ত বিচার না হলে কলেজটির ভবিষ্যত অন্ধাকার।
অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ এমএ হালিম বলেন, শিক্ষকদের এসব অভিযোগ ঠিক নয়। তাঁরা কোথায়, কখন, কার কাছে অভিযোগ করেছেন এ সম্পর্কে তিনি কিছু জানেন না। অভিযোগ করলে তদন্ত হবে। তখন তিনি বিষয়টি জেনে নেবেন।
এমআর
লালমনিরহাটের আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ভুক্ত পৃথক পৃথক মালার ৫ পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (০৯ ডিসেম্বর) রাতে আদিতমারী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদিতমারী পুলিশ।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাতেও থানার ওসির নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম (ওসি তদন্ত) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার জামুর টারী এলাকার শাহার আলীর পুত্র জাকির হোসেন মুচা, দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত শাহাদাৎ আলীর পুত্র ছপিয়ার রহমান, সাপ্টিবাড়ী গিলাবাড়ীর বাসিন্দা সৈয়দ আলীর ছেলে মিজানুর রহমান মিজান, পূর্ব দৈলজোর এলাকার মৃত আঃ আলীর ছেলে নুর ইসলাম এবং সাহানুর।
এ বিশেষ আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা। শনিবার রাতে গ্রেফতারকৃত আসামিদের রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এআই
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এসময় বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের সহ সভাপতি এ্যাড. মো. মহসীন ভূঁঞা, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক।
বক্তব্যে তারা দেশে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন নিয়ে এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছেন। আমরা চাই গণতান্ত্রিক ও সুষ্ঠুভাবে নির্বাচন। এটা আমাদের দাবি। এই দাবি সরকারকে মানতে হবে। তারা আমাদের অধিকার আদায়ের জন্য সভা সমাবেশও করতে দিচ্ছে না। আমরা সভা সমাবেশ করতে গেলেই দলিয় কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়াও বাজারে দ্রব্যমূল্যের সীমা অতিক্রম ছাড়িয়ে গেছে। যা সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে পড়েছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখারও দাবি জানান তারা।
এআই

ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলা মহিলা দল।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বের হয়ে শহরের আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হন।
পরে বিএনপি'র নেত্রীরা কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।
এআই

লালমনিরহাটের আদিতমারীতে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৎ মায়ের সাথে দ্বন্দ্বের জেরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে চার মেয়ে, সতীন এবং জামাতাদের বিরুদ্ধে।
এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা স্কুল শিক্ষিকা সৎ মা আজিজা বেগম তার সতীন, মেয়ে ও জামাতাদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রবিবার (১০ ডিসেম্বর) আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারীর বাসিন্দা মৃত বেলাল হোসেন (মাষ্টার) পরলোক গমনের পর তার দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারই জেরে গত শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে চার সৎ মেয়ে, তিন জামাতা এবং সতীন রোকেয়া বেগম (৫৫) স্কুল শিক্ষিকার বাড়িতে অবস্থান নেয়। সেখানেই কথা বলার এক পর্যায়ে সম্পত্তির ভাগ চায় তারা। স্কুল শিক্ষিকা মা স্থানীয়ভাবে বসে সম্পত্তি ভাগাভাগির বিষয়টি সমাধান করার প্রস্তাব দিলেও তা প্রত্যাক্ষাণ করে গালিগালাজ করে এরই এক পর্যায়ে জামাতা সিফাত প্রামাণিক (২৩) শহিদুল ইসলাম সায়েদ (৩০), রেজাউল করিম বাদল (৩৩) সতীন রোকেয়া বেগম (৫৫), সৎ মেয়ে রিয়া (২২), রিতু (২৬), মৌরিন মিতু (৩১), শারমিনা সেতু (২৯) আজিজা বেগমকে শ্লীলতাহানি ও দেশীয় অস্ত্র, লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে আহত করে বলে স্কুল শিক্ষিকা আজিজা বেগমকে অভিযোগে উল্লেখ করেন।
এসময় প্রতিপক্ষরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা স্কুল শিক্ষিকা আজিজা বেগম রেবা। পরে ঘটনার দিন শুক্রবার রাতেই নিজে বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে সৎ মেয়ের স্বামী মোঃ সিফাত প্রামাণিক বলেন, পুরোটা মিথ্যা, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে ফাঁসাতে পায়তারা করছে একটি পক্ষ। বিষয়টি নিয়ে আজিজা বেগম রেবার অন্য প্রতিপক্ষেট সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, বসতভিটা দখল করাকে সংঘটিত ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআই

সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমাস্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী মহেন্দ্র সিং এর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে হিলি সিপি বিজিবি ক্যাম্পে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন বিজিবি সদস্যরা।
সেখানে দুই ঘণ্টাব্যাপী সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পিএম
সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে সারাদেশে ন্যায় জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এর অংশ হিসেবে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের নতুনহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। বাজারে অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এআই
পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এতে ওই রুটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হয়েছে বলে জানা গেছে।
ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে ট্রেনটি পৌঁছালে হঠাৎ করেই দুইটি বগির ৮টি চাঁকা লাইনচ্যুত হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।’
দূর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘রেললাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নেই। ট্রেন লাইনে উঠলে নড়াচড়া করে। যেকারণে বগি লাইনচ্যুত হয়েছে। এটি আঞ্চলিক রেলপথ। এই একটিমাত্র ট্রেন চলাচল করে। ট্রেনটি যদি ঈশ্বরদী বাইপাস স্টেশন বা তার আশপাশে লাইনচ্যুত হতো ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত। এখন আপাতত পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেল যোগাযোগ বন্ধ আছে।’
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, ‘খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে ঈশ্বরদী দূর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।’
বীরবল মন্ডল আরও জানান, ‘এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুন অর রশিদকে আহবায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। কুয়াশার কারণে সকালে নওগাঁর সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
সোমবার (১১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আগের দিনের তুলনায় আজ তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল রবিবার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁয় সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। এরপর রাতভর বৃষ্টির মতো টিপটিপ করে ঝরা কুয়াশা ঝরে। সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও বিকেল গড়াতেই আবারও শীত অনুভূত হতে থাকে। কনেকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় মানুষ এ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন।
সদর উপজেলার শৈলগাছী গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, হঠাৎ খুব ঠান্ডা পড়ছে। সকাল থেকে ঘনকুয়াশা। কুয়াশার জন্য বেশি ঠান্ডা লাগছে।
সদর উপজেলার বরুনকান্দি এলাকার রমজান আলী বলেন, কয়েকদিন থেকে খুবই শীত। এরকম ঠান্ডা ও শীত হলে আমার মতো বয়স্ক মানুষগুলোর সমস্যা।
নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
এআই65760472c443b.webp)
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাবনায় মহামান্য রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন’র ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ‘আমরা পাবনাবাসী’র ব্যানারে রাষ্ট্রপতির জন্মদিন পালন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবীণ সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন।
বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
বিশেষ আলোচক ছিলেন, প্রবীণ সাংবাদিক আখতারুজ্জামান আখতার, জেলা আওয়ামী সদস্য মোস্তাক আহমেদ আজাদ, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আজিজ, সমাজসেবক রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস রানা, সাংবাদিক এস এম মাহবুব আলম, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ প্রমুখ।
জন্মদিনের অনুষ্ঠানে আলোচকরা বলেন, সারা বাংলাদেশের মানুষের সাথে পাবনাবাসী তার জন্য গর্ববোধ করেন। তিনি একজন বিজ্ঞ আইনজীবী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী, রাজনৈতিক ও ইতিহাস সংগ্রামের সাথে যিনি সরাসরি জড়িত ছিলেন। তাই পাবনাবাসীর আশা ও স্বপ্নের মানুষ তিনি। সেইসাথে তিনি পাবনার মানুষের অভিভাবক ও শেষ আশ্রয়স্থল। তার সুদৃষ্টিতে পাবনায় উন্নয়নের ছোঁয়ায় আলোকিত হবে এটাই প্রত্যাশা করেন সবাই।
অনুষ্ঠানে শুরুতেই মহান বিজয় দিবসকে সামনে রেখে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দানকারী বীর শহীদের সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহামান্য রাষ্ট্রপতির শুভ জন্মদিন উপলক্ষে নান্দনিক সৌন্দর্যপূর্ণ একটি বিশাল কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। পরে মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পিএম

প্রার্থীতা ফিরে পেয়েছেন পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। আপিলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডলি সায়ন্তনী।
তিনি বলেন, ‘আলহামদুল্লিাহ, প্রার্থিতা ফিরে পেলাম। এতদিনে প্রার্থিতা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম, এখন সেটা নেই। আমি পাবনার মানুষের কাছাকাছি যেতে চাই। আমি আজকেই ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হবো। আমার জন্য পাবনা-২ এর জনগণ অপেক্ষা করছে।’
এর আগে গত ০৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।
এ বিষয়ে সেদিন ডলি সায়ন্তনী বলেছিলেন, 'কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে আশা প্রকাশ করছি।'
এর আগে গত ২৯ নভেম্বর বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সেদিন তিনি বলেন, 'আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন। এজন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।'
পিএম
হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।
সংঘর্ষে গুরুতর আহত গুলিবিদ্ধ মাইটিভির প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ছাড়া দেশটিভির প্রতিনিধি আমির হামজাসহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় দোকানপাট ও কয়েকটি গাড়ি ভঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। দুই ঘন্টব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন গুলিবিদ্ধ রয়েছে।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম জানান, পুলিশের গুলিতে অন্তত ২০ জন গুলিবিদ্ধ ও ১৫ জন অন্যান্যভাবে আহত হয়েছে। তাদের মোট ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের ভয়ে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, হঠাৎ করে পুলিশের উপর বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
পিএম
সিলেটের হবিগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটেছে । এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জে শায়েস্তানগরের পোলরোড এলাকায় বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।
কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের দাবি, কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে আমাদের মানববন্ধন চলছিল। হঠাৎ কেন সংঘর্ষ শুরু হলো, কারা এটি সৃষ্টি করেছে তা আমরা খতিয়ে দেখছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করা হয়েছে বলে আমি মনে করি। সংঘর্ষে আমাদের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীরা মানববন্ধ ও মিছিল করছিল। এ সময় পুলিশ শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল। হঠাৎ পুলিশের ওপর নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

বাংলাদেশি স্বামীর খোঁজো হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছেন এক পাকিস্তানি নারী। তার নাম মাহা বাজোয়ার (৩০)। পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে তিনি।
মাহার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদারের (৩৫)। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে তিনি।
শুক্রবার (৮ ডিসেম্বর) স্বামীর খোঁজে হবিগঞ্জে এসেছেন মাহা। সেখানে সাজ্জাদের ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন। এদিকে বিদেশি বধূ আসার খবরে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
জানা গেছে, দশ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার। পরে তারা বিয়েও করেন। কিন্তু এক পর্যায়ে মাহাকে ডিভোর্স দেন সাজ্জাদ। কিন্তু সেই ডিভোর্স মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান।
তাই জানা গেছে, গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন মাহা। শুক্রবার রাতে তিনি উত্তর বড়াইল গ্রামে সাজ্জাদের বাড়িতে গিয়ে ওঠেন।
সাজ্জাদের ভাই স্বপন মজুমদার জানান, ২০১৪ সালে পাকিস্তানের লাহোরে ওই পাকিস্তানি তরুণীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর পর সাজ্জাদ তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে পুনরায় পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর পুনরায় দেশে ফেরেন; একই দিনে বাংলাদেশে ফেরেন মাহাও।
এ বিষয়ে সাজ্জাদের ভাই স্বপন বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করতেন। সেখানেই মাহার সঙ্গে তার পরিচয়। পরে তারা বিয়ে করেন। এক পর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও বাংলাদেশে এসে হাজির হয়েছেন। এ মুহূর্তে সাজ্জাদ উপস্থিত নেই বাড়িতে। সে এলে এলাকার গণ্যমান্যদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে।
পাকিস্তানের ওই নারী বর্তমানে তার আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।
হবিগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ২০১৮ সালে মাহা ও সাজ্জাদের তালাক হয়। কিন্তু মাহা তা মেনে নিচ্ছেন না। তিনি স্বামীর সঙ্গে সংসার করতে চান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, মাহা ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এদেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। ওই নারী থানায় এসেছিলেন এবং পরবর্তীতে আবার আসবেন বলে চলে যান।
এ বিষয়ে সাজ্জাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এআই

মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় জুড়ী থানায় মামলা হয়েছে।
শুক্রবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়ননের কালিনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
অভিযোগে জানা যায়, চম্পকলতা গ্রামের আজমল আলীর সাথে কালিনগর গ্রামের লুকুছ-লতিফদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় আজমল আলী, তার পুত্র সেলিম আহমদ ও নাঈম আহমদ প্রাইভেট কারযোগে বাজার থেকে বাড়ী যাবার সময় প্রতিপক্ষের বাড়ীর পার্শ্বে কালভার্টের নিকট পূর্ব থেকে অপেক্ষমান প্রতিপক্ষ শিমুল, লুকুছ, রোমন, বদরুল, ইমন, লিমন, সায়মন, সুবল খা, গেন্দু মিয়াসহ কয়েকজন পূর্বপরিকল্পিত ভাবে তাদের গতিরোধ করে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় আজমল আলী রক্তাক্তসহ তিন জন আহত হন। খবর পেয়ে তাদের আত্মীয় জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সালমা বেগম ও সায়মন মিয়া এগিয়ে গেলে শিমুল-লুকুছ গং তাদের উপর হামলা চালায়। একজন স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর অবস্থায় আজমল আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের কে স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেপ্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আসামী লকুছ এলাকার চিহ্নিত একজন মাদকসেবি ও একটি ধর্ষণ মামলায় আজীবন সাজাভোগকারি অপরাধী।এ ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জুড়ী থানায় মামলা (নং- ০১, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪, তারিখ- ০৯.১২.২৩) করেন।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এআই

লেখনীর মাধ্যমে সমাজ উন্নয়নে বেশি ভূমিকা রাখায় সিলেট জেলায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি এবং চ্যানেল আই ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় কর্মরত সাংবাদিক সুবর্ণা হামিদ। তিনিসহ পাঁচজন পাঁচটি ক্যাটাগরিতে এই সম্মাননা পান।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সিলেটে ৫ জনকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।
জয়িতা সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শিপারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সাংবাদিক সুবর্ণা হামিদ, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আদরী রানী দাস, সফল জননী সিনারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমী নারী ফারহানা আক্তার ঝুমি।
সুবর্ণা হামিদের জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। পেশাগত দায়িত্বের জায়গা থেকে তিনি লেখনীর মাধ্যমে এমন কিছু কাজ করেঝেন, যা সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন। বাল্য বিবাহ নিরোধ, যৌতুক প্রথা নির্মূল, বিবাহ বিচ্ছেদ বন্ধের পাশাপাশি নারী সমাজের বিভিন্ন সমস্যা সমাধান, সমাজে চরমভাবে অবহেলিত, নানা ধরনের নিপীড়নের শিকার ও পিছিয়ে থাকা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে তিনি নিয়মিত সংবাদ করেন। তার এই সংবাদগুলো দেখে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা পেয়েছেন সমাজের অবহেলিত মানুষ।
সুবর্ণা হামিদ সাংবাদিকতার পাশাপাশি রক্তদান এবং রক্ত সংগ্রহ করে মানুষজনকে সহযোগিতা করেন। তিনি সিলেট ব্লাড ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি হিসেবে অনেক দিন ধরে কাজ করছেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ নারীদের ঐক্যবদ্ধ করে তাঁদের স্বাবলম্বী করতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করে আত্মনির্ভরশীল করার জন্য নিয়মিত ভাবে কাজ করছেন।
তিনি সাংবাদিকতায় বিভিন্ন সময় পাঁচটি সম্মাননা অর্জন করছেন। এরমধ্যে রয়েছে, ২০০৮ সালে ‘জালালাবাদ রোটারি ক্লাব এ্যাওয়াড’, ২০১০ সালে জাতীয় পযার্য় থেকে ‘কীর্তিমতি সাংবাদিক সম্মাননা’ ও এক লাখ টাকা পুরস্কার, ২০১১ সালে সিলেটের ‘পারমিতা সম্মাননা’, ২০২১ সালে হিজড়াদের নিয়ে কাজ করে ‘ইউএসএইড সম্মাননা’ ও ২০২৩ সালে ‘সমষ্টি সম্মাননা’ পেয়েছেন।
সম্মাননা প্রাপ্ত সুবর্ণা হামিদ বলেন, আমি মনে করি সমাজ উন্নয়নে কাজ করতে হলে নিজের সদইচ্ছা প্রয়োজন। তাহলে যেকেউ যার যার পেশাগত জায়গা থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। আমি চেষ্টা করেছি সংবাদ প্রকাশ করে মানুষজনকে সাহায্য করতে। বিভিন্ন সময় আমার সেই চেষ্টায় সফলতা পেয়েছি। আমার নিউজ পড়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজে চরমভাবে অবহেলিত, নানা ধরনের নিপীড়নের শিকার মানুষদের।এটাই আমার বড় প্রাপ্তি।
এমআর
অনলাইন ভোট
আন্তর্জাতিক
সব দেখুন



বিনোদন
সব দেখুন



অর্থ-বাণিজ্য
সব দেখুন











শিক্ষাঙ্গন
সব দেখুন

65746f5b5c710.webp)

তথ্য-প্রযুক্তি
সব দেখুন
6569b6bc1468e.webp)




আইন-আদালত
সব দেখুন
প্রবাস
সব দেখুন
লাইফস্টাইল
সব দেখুন