বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন আরজুকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত এই আদেশ দেন।
এদিন আসামি আশরাফ উদ্দিন আরজুকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুকে গত ১৮ ডিসেম্বর রাতে শহরের উত্তর মজুপুর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ ডিসেম্বর দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও বাজারের তমিজ মার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হামলা চালান আশরাফ উদ্দিন আরজু। সাবেক যুবলীগ নেতা, স্থানীয় চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর সহযোগী হিসেবে এই হামলায় অংশ নেন তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ ৪ শিক্ষার্থী নিহত হন। তিন শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতা ও পুলিশের উপর হামলাসহ আরও একাধিক মামলার আসামি আশরাফ উদ্দিন আরজু।