এইমাত্র
  • আরও তিনদিনের জন্য হিট অ্যালার্ট জারি
  • ফুলবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজে কাঁদলেন হাজারো মুসল্লি
  • পা দিয়েই সব কাজ করে ঝিনাইদহের শিশু হাসান
  • শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি
  • ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য নামাজ আদায়
  • ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
  • বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
  • কুমিল্লায় ইলেক্ট্রোলাইট ড্রিংকব্লুকে ৩০ হাজার টাকা জরিমানা
  • মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
  • দেশে গাছের জন্য হাহাকার, অথচ কুষ্টিয়ায় কেটে ফেলা হচ্ছে ৩ হাজার গাছ!
  • আজ বৃহস্পতিবার, ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

    বিজয়ের ২৩ বছরের সংসার আসলেই কি ভাঙছে? 

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৩, ০১:৫২ পিএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৩, ০১:৫২ পিএম

    বিজয়ের ২৩ বছরের সংসার আসলেই কি ভাঙছে? 

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৩, ০১:৫২ পিএম

    ভারতের তামিল সুপারস্টার থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতার প্রেম কাহিনি সিনেমার চেয়ে কোনো অংশেই কম নয়।

    ১৯৯৬ সালের কথা, চেন্নাইয়ে বিজয়ের এক সিনেমার শুটিংয়ে তার সঙ্গে দেখা করতে আসেন যুক্তরাজ্য প্রবাসী সঙ্গীতা সোর্নালিঙ্গম নামের এক ভক্ত। ওই বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল বিজয়ের সিনেমা পুভ উনাক্কাগা। সেই সাক্ষাতে সিনেমাটিতে তার অভিনয়ের প্রশংসা এবং সঙ্গীতার দেখা করার যে প্রচেষ্টা, তা জেনে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন বিজয়।

    ওই সাক্ষাতেই বিজয়কে পরের দিন তার বাড়িতে যেতে এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য বলেছিলেন সঙ্গীতা। এরপর ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করেন তারা।

    দুজনের সম্পর্ক নিয়ে তাদের বাবা-মাও সম্মত হন। এরপর ১৯৯৯ সালের ২৫ আগস্ট হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে গাঁটছড়া বাঁধেন তারা। প্রায় ২৩ বছরের সংসার তাদের। রয়েছে এক ছেলে ও এক মেয়ে।

    পারিবারিক বিষয় খুব একটা প্রকাশ্যে আনেন না বিজয়-সঙ্গীতা। তবে দক্ষিণী তারকাদের মধ্যে ভক্তদের কাছে অন্যতম পছন্দের দম্পতি তারা। কিন্তু হঠাৎ করে কদিন ধরেই নেট দুনিয়া ও কিছু প্রতিবেদনে রটেছে ভাঙছে বিজয়ের সংসার!

    আসলেই কি তাই? গুজব শুরু হয়েছিল বিজয়ের উইকিপিডিয়া পেজকে কেন্দ্র করে। সেখানে নাকি বলা হয়েছে, তিনি এবং তার স্ত্রী পারস্পরিক সম্মতিতে বিয়েবিচ্ছেদ করছেন। তবে এটি একদমই ভিত্তিহীন। কারণ উইকিপিডিয়া পেজে এরকম কিছুই বলা হয়নি।

    এ নিয়ে পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ?বিজয় এবং সঙ্গীতার বিয়েবিচ্ছেদের গুজব ভিত্তিহীন। কীভাবে এটি শুরু হয়েছিল তা আমরা জানি না।?

    পিঙ্কভিলা বলছে, বিয়েবিচ্ছেদের গুজবে ইন্ধন যুগিয়েছে দুটি ঘটনা। নিজের আসন্ন সিনেমা ভারিসুর অডিও লঞ্চে তার সঙ্গে ছিলেন না সঙ্গীতা। আবার দক্ষিণী নির্মাতা অ্যাটলির স্ত্রী প্রিয়ার বেবি সাওয়ারে উপস্থিত থাকতে পারছেন না তারা। আর তাদেরকে একসঙ্গে না দেখেই এমনটি রটিয়েছেন নেটিজেনরা। তবে এই মুহূর্তে স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন বিজয়।

    এদিকে ১১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বিজয়ের সিনেমা ভারিসু। এতে তার বিপরীতে রয়েছেন রাশ্মিকা মান্দানা। স্টারকাস্ট নিয়ে নির্মিত এই সিনেমায় আরও রয়েছেন আর শরৎ কুমার, প্রকাশ রাজ, জয়সুধা, খুশবু, শ্রীকান্ত, শাম, যোগী বাবু, সঙ্গীতা কৃষসহ অনেকে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…