মাসুম পারভেজ, স্টাফ করেসপন্ডেন্ট: অমর একুশে বইমেলা' ২৩ এ আসছে তরুণ কবি ও কথা সাহিত্যিক শফিক রিয়ান’র নতুন বই ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। এটি তার চতুর্থ বই ও দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। বইটি প্রকাশ করছে পথিকৃৎ প্রকাশন। প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি-পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৬৪ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে।
এর আগে এই লেখকের ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে। নতুন বই প্রকাশের বিষয়ে তিনি জানান, ‘মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় পথিকৃৎ প্রকাশন থেকে আসছে ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। বইটি নিয়ে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছি, চলছে প্রি-অর্ডার। আশা করি, বরাবরের মতো সবাইকে পাশে পাব।’
পথিকৃৎ প্রকাশনের কর্ণধার সোহাগ হোসেন সাজিদ (১৭), যিনি কিনা বর্তমানে দেশের সর্বকনিষ্ঠ প্রকাশক, জানান, ‘শফিক রিয়ান ভাই আমার বেশ পরিচিতজন ও সবসময়ের কাছের মানুষ। সবসময় তাঁর বুদ্ধি-পরামর্শ আমাকে নতুন কাজে অনুপ্রেরণা যোগায়। তাঁর ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ কাব্যগ্রন্থটি প্রকাশ করব ভেবেই আমার ভালো লাগা কাজ করছে। আশা করি, তার সাথে আমার জার্নিটা দীর্ঘ হবে। বইটি বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে।’
উল্লেখ, শফিক রিয়ান আপাদমস্তক একজন কবি ও লেখক। শুধু তাই নয়, তিনি ‘অনিবার্ণ’নামক একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মানবসেবামূলক কাজ করছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এরইমধ্যে এই তরুণ অসংখ্য মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছেন। তিনি লেখালেখি ও মানবসেবা আজীবন চালিয়ে যেতে চান।