এইমাত্র
  • এক মাসে সড়কে নিহত ৫৬৫, মোটরসাইকেলে বেশি দুর্ঘটনা
  • আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত
  • থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • এলার্জিজনিত সমস্যা কোভিড ভ্যাকসিনের সাইড ইফেক্ট নয়: স্বাস্থ্যমন্ত্রী
  • ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত
  • ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক
  • যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
  • দে‌শের স‌র্বোচ্চ ৪০.৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা
  • কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু
  • নিখোঁজের ৪৪ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদ থেকে ২ বোনের মরদেহ উদ্ধার
  • আজ বৃহস্পতিবার, ৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ এপ্রিল, ২০২৪

    ইতালির শিক্ষার্থীদের বাংলাদেশের গল্প শুনালেন রাষ্ট্রদূত

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম

    ইতালির শিক্ষার্থীদের বাংলাদেশের গল্প শুনালেন রাষ্ট্রদূত

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম

    ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি: ইতালিতে বাংলাদেশ দূতাবাস, রোমের অ্যাম্বাসি এডপশন প্রোগ্রাম (ইএপি)-এর মিট দ্যা স্কুলের প্রথম ধাপে ইতালির সার্ডিনিয়ার ম্যাকোমারের লিসিও গ্যালিলিও গ্যালিলি স্কুলের শিক্ষার্থীদের বাংলাদেশ নিয়ে গল্প শোনান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

    বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, অর্থনীতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জন নিয়ে ইতালির শিক্ষার্থীদের গল্প শোনান তিনি।

    মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রোমের বাংলাদেশ দূতাবাস।

    দূতাবাস জানায়, শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলাদেশ ও ইতালির জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ ও ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর চলমান উদযাপনের কথা উল্লেখ করেন।

    দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) আয়শা আক্তার বাংলাদেশের ওপর একটি পাওয়ার-পয়েন্ট উপস্থাপন করেন। পরে রাষ্ট্রদূত বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থীদের করা প্রশ্নের জবাব দেন। তিনি হলভর্তি তরুণ শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, অর্থনীতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসামান্য অর্জন সম্পর্কে অবহিত করেন।

    শিক্ষার্থীরা বিপুল আগ্রহ নিয়ে রাষ্ট্রদূতের উপস্থাপনা শোনেন। রাষ্ট্রদূত বিদ্যালয়ের অধ্যক্ষ গ্যাভিনা ক্যাপাই, গ্লোবাল অ্যাকশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মিসেস এলিসা গুইসিওকে এ আয়োজনে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি অধ্যক্ষ বাংলাদেশ দূতাবাসকেও ধন্যবাদ জানান।

    তিনি ইতালির শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশকে পরিচিত করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের অনুষ্ঠান দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বোঝাপড়া এবং বন্ধন তৈরি করতে সহায়তা করবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…