এইমাত্র
  • দেশে গাছের জন্য হাহাকার, অথচ কুষ্টিয়ায় কেটে ফেলা হচ্ছে ৩ হাজার গাছ!
  • বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ
  • সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
  • এমপিরা কোনো প্রার্থীর প্রচারণায় অংশ নিতে পারবেন না: ইসি আলমগীর
  • মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
  • পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু
  • তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশের মাঝে শরবত বিতরণ
  • বৃষ্টির জন্য নামাজ, দুই হাত তুলে চোখের পানি ঝরালেন মুসল্লিরা
  • ফের কমলো স্বর্ণের দাম
  • রাজবাড়ীতে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪
    আন্তর্জাতিক

    পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১০০

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫ পিএম

    পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১০০

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫ পিএম

    আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পেশোয়ারে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শোকের ছায়া নেমেছে। দাফনের সময় গভীর শোকে এলাকায় কান্নার রোল পড়ে যায়।

    সোমবার (৩০ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর কম্পাউন্ডের একটি মসজিদে ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য যোহরের নামাজের জন্য জড়ো হয়েছিল। এসময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পুরো প্রাচীর এবং বেশিরভাগ ছাদ উড়ে যায়। মুহূর্তের মধ্যে মসজিদ কমপ্লেক্স ধ্বংসস্তূপে পরিণত হয়।

    মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধারকারীরা একটি ম্যারাথন অপারেশন শেষ করেছে। এসময় মসজিদের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহের পাশাপাশি অনেক আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

    পেশোয়ারের ওই অঞ্চলটি আফগানিস্তানের সীমান্তবর্তী। এখানে প্রায়ই জঙ্গি হামলা হয়ে থাকে। নিরাপত্তা চৌকিকে লক্ষ্য করে তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসার পর পাকিস্তান সীমান্তজুড়ে টিটিপির হামলা বেড়ে গেছে।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় ১০-১২ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। হামলাটি এমন সময়ে হয়েছে, যখন নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কর্মকর্তাদের মধ্যে আগে থেকেই শঙ্কা ছিল। কারণ সীমান্তে টিটিপির বেপরোয়া হামলা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমনকি টিটিপি এখন খোদ পাকিস্তান সরকারের হুমকি হয়ে উঠেছে। এমনকি সামরিক বাহিনীকে লক্ষ্য করেও আক্রমণ বাড়িয়েছে সশস্ত্র সংগঠনটি।

    মঙ্গলবার পার্লামেন্টে একটি টেলিভিশন ভাষণে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হামলার জন্য টিটিপিকে অভিযুক্ত করেছেন। এহামলায় প্রতিবেশী আফগান থেকে মদ দেওয়া হয়েছে বলে তার দাবি। তবে টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আফগান তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    হামলার শিকার কম্পাউন্ডটি পেশোয়ারের একটি কড়া নিরাপত্তা বেষ্টিত জেলায় অবস্থিত। সেখানে অন্যান্য সরকারি ভবনও রয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক গভর্নর গুলাম আলি বলেছেন, এলাকাটি নিরাপত্তাজনিত ত্রুটি ছিল। সরকারি কর্মকর্তা আখতার আলি শাহ এপিকে বলেন, এটি একটি সুসংগঠিত গোষ্ঠীর কাজ।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…