এইমাত্র
  • তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি : মাশরাফী
  • বিএনপি আসুক বা না আসুক যথা সময়েই নির্বাচন হবে: হাছান মাহমুদ
  • উলিপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান আতা বরখাস্ত
  • খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন পর্যবেক্ষণে আছে: আইনমন্ত্রী
  • টাঙ্গাইলে আইনজীবি সহকারি হত্যা মামলায় গ্রেপ্তার ১
  • ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জন গ্রেফতার
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার
  • ১৪ দি‌নের ব্যাবধা‌নে আবারো এক বাংলা‌দেশী‌‌কে গু‌লি ক‌রে হত্যা
  • এডিসি হারুনকাণ্ডে তৃতীয় দফায়ও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি
  • ৫শ' শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • আজ শুক্রবার, ১৩ আশ্বিন, ১৪৩০ | ২৯ সেপ্টেম্বর, ২০২৩
    রাজধানী

    কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ এএম

    কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ এএম

    বঙ্গবাজার ও নিউমার্কেটের পর এবার আগুনে পুড়ছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে।

    আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বহু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী।

    এর আগে রাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ।

    স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

    জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক দোকানদার সেখানে উপস্থিত ছিলেন না। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে যারা মার্কেটে উপস্থিত হয়েছেন তারা অগ্নিকাণ্ড থেকে তাদের মালামাল বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন।

    এদিকে, ঘটনাস্থলে পানির সংকট দেখা দেয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

    ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সাংবাদিকদের জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে। প্রথমে ৭টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেয়া হয়।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…