কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পিএফজি শাখার এ্যাম্বাশেডর ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সদস্য নূরে আলম সিদ্দিকী, আবু হেনা মুস্তফা, মিজানুর রহমান বিপ্লব প্রমুখ। এসময় বক্তারা অহিংস অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধীর জীবনি তুলে ধরেন এবং মানুষের সাথে মানুষের সম্প্রীতি ও হৃদ্যতা বৃদ্ধির আহ্বান জানান।
উল্লেখ্য, মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবরকে জাতিসংঘ ঘোষণা করেছে ‘বিশ্ব অহিংস দিবস হিসেবে ২০০৮ সাল থেকে সমগ্র বিশ্বে দিবসটি উদযাপন করা হয়েছে।