ঢাকায় দায়িত্বরত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মধ্যাহ্নভোজন আয়োজন নিয়ে খবর প্রকাশ করেছে দেশের কয়েকটি গণমাধ্যম। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করেনি ঢাকার মার্কিন দূতাবাস।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ পিটার হাসের বাসভবনে আইএমএফ ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। সেখানে আইএমএফের বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন অংশ নেন।
এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি গণমাধ্যমকে জানায়, কূটনীতিক হিসাবে আমরা বিভিন্ন ধরনের সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে কথা বলি। সুশীল সমাজ এবং বেসরকারি সংস্থা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ীক নেতা, চেম্বার অব কমার্স, রাজনৈতিক দল, শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বশীল ব্যক্তি, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। এসব যোগাযোগ এবং আলাপ বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝতে এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সাহায্য করে।